৬ অগাস্ট, ১৯৪৫। দিনটা যেন ছিল মানব সভ্যতার উপরে সবচেয়ে বড় আঘাত। যেখানে কোনও দেশ নয়, একটা নির্দিষ্ট রাষ্ট্রের সীমান্ত নয়, সবথেকে বড় হয়ে উঠেছিল মানবতার উপর অভিঘাত হানার বিষয়টা। বিশ্বজুড়ে শুধু ধিক্কার নয়, যদি মানবতার উপরে আক্রমণে সবচেয়ে বড় অপরাধী কেউ হয়ে থাকে, তাহলে সেখানে আমেরিকার নাম সর্বাগ্রে থাকবে।