যে দিকে নজর যায় সেদিকেই এখন মানুষের হাহাকার আর আতঙ্ক। আফগানিস্তানের বুকে ফের কুখ্যাত তালিবানদের দখলদারি। যা এই মুহূর্তের বিশ্ববাসীর কাছে এক আতঙ্ক তৈরি করেছে। তালিবান শাসন মানেই মানব সভ্যতার বর্বতার ইতিহাসের এক অন্যতম কুখ্যাত অধ্যায়ের ছবিটাই সামনে চলে আসে। যেখানে সভ্যতার নিয়মের কোনও বালাই নেই। যেখানে নারী মান গৃহপালিত জীব-জন্তুর সামিল। যেখানে মানুষের আদিমতা এবং হিংসাটাই মুখ্য। আর পুরুষতান্ত্রিক এই শাসনপন্থায় সবকিছুই গৌণ। যে এই নিয়ম মেনে চলতে পারবে, যে এই বর্বর শাসনের হিংস্রতাকে শরীর ও মনের মধ্যে গেঁথে নিতে পারবে, বাঁচার অধিকার শুধুমাত্র তারাই পাবে। এটাই যে তালিবানদের নীতি তা বহুবার প্রমাণিত হয়েছে। স্বাভাবিকভাবেই আফগানিস্তানের বুক থেকে এক গণতান্ত্রিক শাসনের উৎপাটন সকলকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে।