সংক্ষিপ্ত

পাকিস্তানের মূল্যবৃদ্ধি নিয়ে সরব ইমরান খান। সরকারকে আক্রমণ করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

 

মূল্যবৃদ্ধি নিয়ে আবার আসরে নেমেছে প্রাক্তন পাক প্রেসিডেন্ট ইমরান খান। সম্প্রতি আইএফএফ-র শর্ত মেনে মিনি বাজেট পেশ হয়েছে পাকিস্তানে। তারপর থেকেই হুহু করে দাম বেড়েছে পেট্রোল আর ডিজেলের। তাতেই ইমরান খান সরাসরি নিশানা করেছে আইএফএফকে। বলেছেন,'ডিসপ্রিন দিয়ে ক্যান্সারের চিকিৎসা করা হচ্ছে।' এখানেই শেষ নয় ইমরান খান বলেছেন আইএমএফ-র চুক্তি পাকিস্তানকে সাময়িক স্বস্তি দেবে। কিন্তু এই চুক্তি দেশকে আরও বড় বিপর্যের দিকে নিয়ে যাবে। ঋণের বোঝা আরও বাড়িয়ে দেবে বলেও জানিয়েছেন তিনি।

ইমরান খান বুধবার তাঁর জামান পার্কের বাসভবন থেকে পাকিস্তান সরকারের অর্থনৈতিক নীতির তীব্র সমালোচনা করেন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান বলেছেন, 'রাজনীতির মাঠ থেকে ইমরান খানকে সরিয়ে নেওয়ার জন্য দেশকে ধ্বংস করবেন না।' তিনি পাকিস্তানের আর্থিক সংকট নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। বলেছেন শ্রীলঙ্কার মতই এই অবস্থা হতে পারে। আগামী দিনে পাকিস্তানের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও আশঙ্কা করেছেন তিনি। তিনি আরও বলেছেন পাকিস্তানে মিনি বাজেট মূল্যস্ফীতির আরও একটি ঢেউ ডেকে আনবে। বেতনভোগী মানুষ আর গৃহিনীরা রীতিমত সমস্যায় পড়বেন। কারণ তাদের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে।

এখানেই শেষ নয় দেশের মূল্যস্ফীতি নিয়ে ইমরান খানের একটি মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যেখানে তিনি দাবি করেছেন বর্তমানে পাকিস্তানে মাত্র এক কেজি ঘি-এর দাম ৬০০ আবর অর্থাৎ ৬০ হাজার কোটি টাকা। শেহবাজ শরিফকে আক্রমণ করতে গিয়ে এমনই মন্তব্য করেছেন ইমরান। যা নিয়ে নেট দুনিয়ায় রীতিমত হাসির রোল উঠেছে। টুইটার ব্যবহারকারীরা ইমরান খানের গণিতে প্রভাবিত হননি। অনেকেই তাঁর অতিরঞ্জিত চিত্র নিয়ে মজা করার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। ইমরানের যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা প্রায় ৪ লক্ষ বার দেখা হয়ে গিয়েছে। টুইটার ব্যবহারকারীরা ইমরানকে মেম বানিয়ে ট্রোল করছে।

আপনিও দেখুনঃ

 

 

সম্প্রতি পাকিস্তানে পেট্রোল দাম লিটারপ্রতি ২৭২ আরব, ডিজেলের দাম ২৮০ আরব। নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি পাকিস্তানে বেড়েছে দুধ আর মুরগির মাংসের দাম। পাকিস্তানে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া। নতুন করে ঋণ দিতে চাইছে না কোনও আন্তর্জাতিক সংস্থা। রীতিমত বিপাকে সাধারণ পাক নাগরিকরা।