সংক্ষিপ্ত

মৌলানা মুফতি তারিক মাসউদ বলেন, অন্যের ঘরে কন্যা সন্তান জন্ম নিলে দায়িত্ব অন্যের ওপর। তাই অল্প বয়সেও এ ধরনের দায়িত্ব অন্য কারো হাতে তুলে দেওয়া যেতে পারে। তাই ইসলাম ধর্মে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে বৈধ বলে বিবেচিত হয়েছে।

পাকিস্তানের মৌলানা মুফতি তারিক মাসউদ প্রায়ই তার অদ্ভুত বক্তব্যের জন্য শিরোনামে থাকেন। এদিকে, তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ ভাইরাল হচ্ছে, যেখানে তিনি মুসলমানদের ছোট মেয়েদের বিয়ে করার কারণ ব্যাখ্যা করছেন। তিনি বলেন, আল্লা মুসলমানদের ছোট ছোট মেয়েদের বিয়ে করার অনুমতি দিয়েছেন কারণ মেয়েরা যেভাবেই হোক তাদের বাবা মায়ের জন্য বোঝা।

মৌলানা মুফতি তারিক মাসউদের দেওয়া বিতর্কিত বক্তব্য সম্পর্কিত ভিডিওটি @pakistan_untold নামের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা হয়েছে। ভাইরাল ক্লিপটি এখন পর্যন্ত ২০ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। ভিডিওতে তারিক মাসুদ আরও বলেন, আমরা যদি মেয়েদের আরও বেশি শিক্ষিত করি, তাহলে ভবিষ্যতে তাদের শ্বশুরবাড়ির লোকেরা এর সুযোগ নেবে। এ কারণেই আল্লা বলেছেন, মেয়েদের শিক্ষার দায়িত্ব তার ওপরই বর্তায় যে তাকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যাবে। এই কারণেই আল্লা মুসলমানদের নাবালিকা মেয়েদের বিয়ে করার অনুমতি দিয়েছেন।

 

 

(এশিয়ানেট নিউজ বাংলা ভিডিওটির সত্যতা যাচাই করেনি)

মেয়ের দায়িত্ব অন্য কারোর ওপর- মুফতি তারিক মাসউদ

মৌলানা মুফতি তারিক মাসউদ বলেন, অন্যের ঘরে কন্যা সন্তান জন্ম নিলে দায়িত্ব অন্যের ওপর। তাই অল্প বয়সেও এ ধরনের দায়িত্ব অন্য কারো হাতে তুলে দেওয়া যেতে পারে। তাই ইসলাম ধর্মে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে বৈধ বলে বিবেচিত হয়েছে।