Michael Rubin: সন্ত্রাসবাদ (Terrorism) নিয়ে পাকিস্তানকে (Pakistan) তীব্র আক্রমণ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের (Pentagon) প্রাক্তন কর্তা মাইকেল রুবিন। তিনি ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) সাফল্যের কথা বলেছেন।
Michael Rubin Hailed Operation Sindoor: ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষে (India-Pakistan Tension) তাদের জয় হয়েছে বলে দাবি করছে পাকিস্তান। তবে তাদের এই দাবি যে সম্পূর্ণ মিথ্যা, তা স্পষ্ট বলে দিলেন পেন্টাগনের প্রাক্তন আধিকারিক মাইকেল রুবিন (Former Pentagon official Michael Rubin)। তিনি 'অপারেশন সিঁদুর'-এ (Operation Sindoor) ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) ভূমিকার প্রশংসা করেছেন। ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিন বলেছেন, ‘সামরিক বাহিনী, পাকিস্তান হতবাক হয়ে গিয়েছিল। পাকিস্তানই ভারতের বিরুদ্ধে প্রতিটি যুদ্ধ শুরু করেছে। ওরা নিজেদের বোঝাতে পেরেছে, যুদ্ধে ওদেরই জয় হয়েছে। পাকিস্তানের পক্ষে নিজেদের এটি বোঝানো খুব কঠিন যে এই চারদিনের যুদ্ধে ওদের জয় হয়েছে। ভীত কুুকুরের মতো লেজ গুটিয়ে যুদ্ধিবিরতির জন্য কাকুতি-মিনতি করে দৌড়চ্ছিল পাকিস্তান। যা হয়েছে, তা বদল করতে পারবে না পাকিস্তানের সামরিক বাহিনী। ওরা শুধু হেরেই যায়নি, খুব খারাপভাবে হেরে গিয়েছে।’
'পাকিস্তানের মুখোশ খুলে গিয়েছে'
রুবিন আরও বলেছেন, ‘পাকিস্তানের সেনাবাহিনীর কর্তারা সেনার পোশাক পরে সন্ত্রাসবাদীদের শেষকৃত্যে উপস্থিত থেকেছেন। এই ঘটনা দেখিয়ে দিয়েছে, একজন সন্ত্রাসবাদী ও আইএসআই-এর একজন সদস্য বা পাকিস্তানি সশস্ত্রবাহিনীর একজন সদস্যের মধ্যে কোনও পার্থক্য নেই। সারা বিশ্ব দাবি জানাবে, পাকিস্তান নিজেদের পচা অংশ বের করে ফেলে দিক।’
ভারতের কূটনীতির জয় দেখছেন রুবিন
৭ মে রাতে ভারতের সশস্ত্রবাহিনী যে আক্রমণ চালিয়েছিল তাতে ভারত লক্ষ্য অর্জন করতে পেরেছে কি না, সে প্রসঙ্গে রুবিন বলেছেন, 'ভারত কূটনৈতিক এবং সামরিক উভয় দিকেই জয়ী হয়েছে। ভারতের কূটনৈতিকভাবে জয়ী হওয়ার কারণ হল, এখন সব নজর পাকিস্তানের সন্ত্রাসবাদকে সমর্থন করার দিকেই।'
পাকিস্তান সেনাবাহিনী এবং সন্ত্রাসবাদী সংগঠন
পাকিস্তানকে আক্রমণ করে রুবিন আরও বলেছেন, 'কূটনৈতিকভাবে ভারত আলোচনার মোড় ঘুরিয়ে দিয়েছে। সামরিকভাবে পাকিস্তান হতবাক। আমি একজন ইতিহাসবিদ, অর্থাৎ অতীতের ঘটনা বিশ্লেষণ করে ভবিষ্যদ্বাণী করার জন্য আমি অর্থ পাই। আর আমরা নিশ্চিতভাবে যা বলতে পারি তা হল, পাকিস্তান ভারতের সঙ্গে প্রতিটি যুদ্ধ শুরু করে এবং কোনওভাবে নিজেকে জয়ী বলে বিশ্বাস করে। এই চারদিনের যুদ্ধে তাদের জয়ী বলে বিশ্বাস করাটা খুবই অদ্ভুত হবে। এর একটা কারণ আছে। সন্ত্রাসবাদীদের সদর দফতর এবং প্রশিক্ষণ শিবিরগুলি ধ্বংস করতে ভারত সক্ষম হয়েছে।'
'কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়েছে পাকিস্তান'
ভারতের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের সেনাবাহিনীর বেহাল দশা প্রসঙ্গে রুবিন বলেছেন, 'পাকিস্তান যখন পাল্টা জবাব দিয়েছিল, ভারত তাদের জবাব চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে। তারপর পাকিস্তান যখন আবারও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেছিল, ভারত তাদের বিমানবন্দরগুলি অবরুদ্ধ করে দিয়েছে। যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য পাকিস্তান ভীত কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়েছে। বাস্তবতা হল, পাকিস্তান শুধু হেরেছে তাই নয়, তারা খুবই বাজেভাবে হেরেছে, এই বাস্তবতা থেকে তারা পালাতে পারবে না।'
সমস্যায় আসিম মুনির
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সম্পর্কে রুবিন বলেছেন, 'তবে, এখন প্রশ্ন হল, পাকিস্তান এরপর কী করবে। স্পষ্টতই, পাকিস্তান সেনাবাহিনীর অভ্যন্তরে সমস্যা আছে। এটি পাকিস্তানি সমাজের জন্য ক্যান্সারের মতো। একটি সেনাবাহিনী হিসেবে এটি অযোগ্য। তাই আসিম মুনির কি তাঁর পদ ধরে রাখতে পারবেন? সেটাই এখন দেখার বিষয়।'
ভারতের অপারেশন সিঁদুর
২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত এবং অনেকে আহত হন। এই সন্ত্রাসবাদী হামলার প্রতিশোধ হিসেবে ৭ মে ভারতীয় সেনাবাহিনী 'অপারেশন সিঁদুর' শুরু করে। পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত জম্মু-কাশ্মীরে জইশ-ই-মহম্মদ (JeM), লস্কর-ই-তইবা (LeT) এবং হিজবুল মুজাহিদিন (HM) সন্ত্রাসবাদী শিবিরগুলোতে আক্রমণ চালিয়ে ১০০ জনেরও বেশি সন্ত্রাসবাদীকে হত্যা করে ভারতের সশস্ত্রবাহিনী। এই আক্রমণের পর পাকিস্তান নিয়ন্ত্রণরেখা এবং জম্মু-কাশ্মীরে সীমান্ত পার হয়ে গোলাবর্ষণ করে। একইভাবে সীমান্ত এলাকায় ড্রোন হামলারও চেষ্টা করে। এরপর ভারত পাল্টা আক্রমণ চালিয়ে পাকিস্তানের বিমানঘাঁটিগুলিতে রাডার, যোগাযোগ কেন্দ্র এবং বিমানবন্দরগুলিতে ক্ষতিসাধন করে। এরপর ১০ মে ভারত এবং পাকিস্তান সংঘর্ষ-বিরতির ব্যাপারে একমত হয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


