সংক্ষিপ্ত

এই ভিডিওগুলি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পাকিস্তানের মত রক্ষণশীল দেশে কন্ডোম নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। যা নিয়ে দেশের মধ্যেই বিতর্ক দানা বাঁধছে। দেশে কন্ডোম নিষিদ্ধ- সেই কারণেই এই ঘটনা ঘটছে বলেও জানিয়েছেন।

 

পাকিস্তানের জাতীয় নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। টানা তিন দিনের গণনার পরই ভোটের ফল প্রকাশ হয়েছে। খুশির হওয়া একাধিক দলীয় নেতা কর্মীদের মধ্যে। কিন্তু সেখানেই একটি অস্বাভাবিক উদযাপনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

জয়ের খবরের সঙ্গে সঙ্গে পাকিস্তানের একটি দলের দলীয় সমর্থকরা রাস্তায় নেমে আসে। দলের পতাকা হাতে নিয়ে জয়ের উল্লাসে মেতে ওঠে। এখানেই শেষ নয়। সেখানেই দলীয় নেতা কর্মী ও সমর্থকরা রাস্তায় নেমে কন্ডোমের আকারের বেলুন নিয়ে উল্লাসে মেতে ওঠে। পাকিস্তানের মত ধর্মীয় গোঁড়ামির দেশে যা অত্যন্ত দৃষ্টিকটু দেখায়। দেখুন সেই ভিডিওগুলি।

 

 

এই ভিডিওগুলি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পাকিস্তানের মত রক্ষণশীল দেশে কন্ডোম নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। যা নিয়ে দেশের মধ্যেই বিতর্ক দানা বাঁধছে। দেশে কন্ডোম নিষিদ্ধ- সেই কারণেই এই ঘটনা ঘটছে বলেও জানিয়েছেন।

লাহরের এক ব্যবসায়ী বলেছেন, এটি অত্যন্ত হাস্যকর। তবে এটি অত্যন্ত সাহসী পদক্ষেপ। এবার থেকে এই দেশে গর্ভনিরোধক ও নিরাপদ যৌনতা নিয়ে আলোচনা করা যাবে প্রকাশ্যে। অন্য একজন বলেছেন, এজাতীয় কার্যকলাপ যৌন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে পারবে। কিন্তু কন্ডোম কখনই পার্টির কাজকর্মে যুক্ত করা ঠিক নয়। তবে এক বৃদ্ধ ব্যক্তি জানিয়েছেন, এজাতীয় কাজ দলের সুনানামই নষ্ট করছে তা নয়, নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করবে।

পাকি্স্তানের নির্বাচনে ফল প্রকাশ হয়েছে। এগিয়ে রয়েছে ইমরান খানের দল। ত্রিশঙ্কু পাকিস্তানের সংসদ। যদিও কনডোম আকৃতির বেলুন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই বলেছেন এজাতীয় সংস্কৃতি পাকিস্তানের সঙ্গে খাপ খায় না। দেশের আগামী প্রজন্মের জন্য ক্ষতিকর।

আরও পড়ুনঃ

Pakistan Election: পাকিস্তান নির্বাচনে সর্বোচ্চ আসন পেয়েও ক্ষমতা দখল থেকে বহু দূরে ইমরান খানের দল, রইল ৮টি কারণ

Breaking News: রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের, বড় চমক রয়েছে চার জনের তালিকায়

Lottery: সন্তানের জন্ম তারিখেই বাজিমাৎ আবু ধাবির ভারতীয়র, জিতলেন ৩৩ কোটি টাকার লটারি