- Home
- World News
- Pakistan News
- ইসলামাবাদে আদালত চত্বরের বাইরে আত্মঘাতী বিস্ফোরণের অভিযোগ, নিহত অন্তত ১২ জন
ইসলামাবাদে আদালত চত্বরের বাইরে আত্মঘাতী বিস্ফোরণের অভিযোগ, নিহত অন্তত ১২ জন
Islamabad Court Blast News: দিল্লিকাণ্ডের মধ্যই এবার পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা। আদালতের মধ্যে বোমা বিস্ফোরণের ঘটনা। তারপর কী হলো? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা
এবার পাকিস্তানের ঘরে বোমা হামলা। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠল আদালত চত্বর। পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার ইসলামাবাদের বিচারিক কমপ্লেক্সের কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই আইনজীবী। প্রাথমিক তদন্তে অনুমান, পার্ক করা গাড়িটিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখতে ইসলামাবাদ পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। যদিও বিস্ফোরণের সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।
বিস্ফোরণে কাঁপল আদালত
মঙ্গলবার পাকিস্তানের স্থানীয় সময় দুপুর প্রায় ১২টা ৩০ মিনিটে ইসলামাবাদ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে বিস্ফোরণটি ঘটে। আদালত চত্বরে সেই সময় উপস্থিত থাকা আইনজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে ছয় কিলোমিটার দূরেও তা শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
Islamabad blast pic.twitter.com/SMxZcDHP38
— Sardar Sammad Khan (@sardarsammadkh1) November 11, 2025
বাড়ছে নিহতের সংখ্যা
বিস্ফোরণে আশপাশে পার্ক করে রাখা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও আহতদের মধ্যে অধিকাংশই আদালতে কর্মরত আইনজীবী ও স্টাফ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটি একটি আত্মঘাতী হামলা হতে পারে। ঘটনার কয়েক ঘণ্টা আগেই দক্ষিণ ওয়াজিরিস্তানের ক্যাডেট কলেজ ওয়ানা-তে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র একটি হামলার প্রচেষ্টা নস্যাৎ করে পাকিস্তানি নিরাপত্তাবাহিনী। ওই অভিযানে টিটিপির দুই জঙ্গি নিহত হয়েছে বলে পাক স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
পাক সীমান্তে তালিবান হামলা
বিগত কয়েক বছর ধরে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তানি তালিবানের সঙ্গে সঙ্ঘর্ষ বেড়েছে পাকিস্তানের। আফগানিস্তানে তালিবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে টিটিপির হামলা ও সন্ত্রাসী তৎপরতা আরও বেড়েছে। কিছুদিন আগেই খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই চলে।
বিস্ফোরণের পিছনে জঙ্গি যোগ!
টিটিপি ইস্যু পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক অবনতির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। ইসলামাবাদ অভিযোগ করছে, আফগানিস্তান টিটিপি নেতাদের আশ্রয় দিচ্ছে। এদিকে ইসলামাবাদে বিস্ফোরণের মাত্র একদিন আগে দিল্লির লালকেল্লার কাছে একটি হুন্ডাই আই-২০ গাড়িতে বিস্ফোরণে ১৩ জন নিহত হন। একই দিনে পাকিস্তানভিত্তিক জৈশ-ই-মোহাম্মদ ও আনসার গজওয়াত-উল-হিন্দ জড়িত একটি সন্ত্রাসী চক্র ভেঙে দেয় ভারতের নিরাপত্তাবাহিনী। অভিযান চালিয়ে প্রায় ২,৯০০ কেজি বিস্ফোরক তৈরির উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।

