সংক্ষিপ্ত

জুলাইয়ের মাঝ বরাবর কেনিয়া থেকে নিখোঁজ হয়ে যায় বালাজি টেলিফিল্মস এর প্রাক্তন  সিওও জুলফিকার খান ও তারই একজন সহকর্মী মোহাম্মদ জাইদ সামি কিদাই। রবিবার কেনিয়ার রাজ্য পুলিশের হাতে নিহত হন তারা 

কেনিয়ার রাজ্য পুলিশের হাতে নিহত হলো দুই ভারতীয়।  জুলাইয়ের মাঝ বরাবর কেনিয়া থেকে নিখোঁজ হয়ে যায় বালাজি টেলিফিল্মস এর প্রাক্তন  সিওও জুলফিকার খান ও তারই একজন সহকর্মী মোহাম্মদ জাইদ সামি কিদাই। সূত্রের খবর ২ মাস আগে  নাইরোবির একটি বিখ্যাত ক্লাব থেকে বাড়ি ফেরার পথে হঠাৎই নিখোঁজ হয়ে যান তারা । তারা দুজনে মূলত কেনিয়ায় গেছিলেন  প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর ইলেকশনে ক্যাম্পাইনে স্ট্রাটেজি নির্মাণ  করতে। এবং প্রেসিডেন্ট রুটো ইলেকশন ক্যাম্পেইন করার জন্য দেশ বিদেশ থেকে ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজির যে  টিম আনিয়েছিলেন  এই দুজন সেই টিমেরই দুই সদস্য। কিন্তু তাদের এই অকাল মৃত্যুর দায় এখন কে নেবেন সে নিয়ে জল্পনা আন্তর্জাতিক মহলে।  

কেনিয়ায় আসন্ন কিছুদিনের মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচন।  তার আগে এমন একটি ঘটনা সারা ফেলে দিয়েছে কেনিয়ার গণমাধ্যম গুলিতে। ঘটনার প্রতিক্রিয়াস্বরূপ  প্রেসিডেন্ট রুটো ডিসিআই নামক  কেনিয়ার বিশেষভাবে প্রশিক্ষিত  দলটিকে  ভেঙে দেন ।সূত্রের খবর  ডিসিআই হলো এমন একটি বিশেষ সংগঠন যা মূলত যারা প্রেসিডেন্ট রুটোকে সমর্থন করেন তাদের উপর হামলা চালিয়ে তাদের হত্যা করে।  শুধু তাই নয় রুটোর সমর্থকদের  কিডন্যাপ করেও  পঙ্গু করে দেয় এই ডিসিআই এর দল। জাইদ রুটো সমর্থক হাওয়ায় তিনিও পড়েন ডিসিআই এর আক্রোশে। খান ও জাইদ এর মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠায় তাদের দুজনের উপরই নেমে আসে বিপত্তি। 

তাদের নিখোঁজ হবার এই ঘটনাটি  বন্দি হয় স্থানীয় একটি  সিসিটিভিতে । সেই ফুটেজে দেখা গেছে রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ একটি গাড়ি এসে দাঁড়ায় তাদের সামনে । গাড়ি থেকে নেমে আসে ডিসিআই বিভাগের কিছু কার্যকর্তারা।  তারপর  সামান্য উত্তপ্ত বাক্যালাপের পর তাদের টেনে হিঁচড়ে টেনে তোলা হয় গাড়িতে। 

গত সপ্তাহে ভারতের বৈদেশিক বিভাগের মুখপাত্র অরিন্দম বাগচী  জানান যে তিনি কেনিয়া সরকারের সঙ্গে এই দুই ভারতীয়কে নিয়ে  কথা বলেছেন।  কমপ্লেন ফাইল করা হয়েছে। এমনকি কেনীয় কোর্টেও বিষয়টি নিয়ে পিটিশন জমা দেওয়া হয়েছে। বিষয়টি নজরদারিতে রাখছেন কেনিয়া সরকার।  গত সপ্তাহের এমন আশ্বাস বাণীর  পরও এরকম মর্মান্তিক  ঘটনা কি প্রভাব ফেলবে ভারত - কেনিয়ার আন্তর্জাতিক সম্পর্কে ? উত্তর দেবে সময়।  
 

Liz Truss: এই তিনটি কারণেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়লেন লিজ ট্রাস? মাত্র ৪৫ দিনের প্রধান তিনি

দীপাবলির আগেই মজুত বাজি বিস্ফোরণে মৃত ৪, ভেঙে গুঁড়িয়ে গেল আস্ত দোতলা বাড়ি