সংক্ষিপ্ত

তাঁরা বেস্ট ফ্রেন্ড, একই পুরুষকে বিবাহ করে হতে চান একে অপরের সতীন। ফেসবুকে (Facebook) মালয়েশিয়ার (Malaysia) দুই বান্ধবীর করা পোস্ট তুমুল ভাইরাল (Viral Facebook Post)।

বাম্বেল (Bumble), টিন্ডার (Tinder), ফেসবুক ডেটিং (Facebook Dating) - বর্তমানে জীবনসঙ্গী বা প্রেমিক খোঁজার অ্যাপ্লিকেশনের অভাব নেই। তারপরও, জীবনসঙ্গীর সন্ধানে করা এক ফেসবুকে পোস্ট (Viral Facebook Post) এখন গোটা বিশ্বে তুমুল ভাইরাল হয়েছে। অনেক সময়ই প্রেমিক বা বর নিয়ে দুই মহিলার মধ্যে চুলোচুলি বাঁধতে দেখা যায়। এমনকী, অনেকসময় এই নিয়ে দুই অভিন্ন হৃদয় বান্ধবীর মধ্যেও মুখ দেখা বন্ধ হয়ে যায়। কিন্তু, এই ক্ষেত্রে ঘটেছে একেবারে উল্টো। মালয়েশিয়ার (Malaysia) দুই মহিলা ফেসবুকে পোস্ট করে এমন এক পুরুষকে জীবনসঙ্গী হিসাবে চেয়েছেন, যিনি তাঁদের দুজনকেই একসঙ্গে বিয়ে করবেন। 

ফেসবুক পেজ ভাইরাল সেনসাসি মালয়েশিয়া, এই দুই মহিলার অদ্ভূত কাহিনি শেয়ার করেছে। তাঁদের একজনের বয়স ৩১ বছর, অপরজন ২৭। ৩১ বছর বয়সী মহিলার বাড়ি মালয়েশিয়ার তেরেঙ্গানু'তে (Terengganu)।  তিনি একজন সিঙ্গল মাদার এবং তাঁর নিজের ব্যবসা আছে। অপরজনের বাড়ি কেলান্তানে (Kelantan)। ২৭ বছর বয়সী মহিলাটির নিজের লন্ড্রি দোকান রয়েছে। ভাইরাল পোস্ট অনুযায়ী এই দুই স্বনির্ভর মহিলা একে অপরের বেস্ট ফ্রেন্ড। আর বিয়ের তাঁরা এক সঙ্গে একে অপরের সতীন হয়ে থাকতে চান। 

ওই, সোশ্যাল মিডিয়ায় পোস্টে দুই বান্ধবী জানিয়েছেন, দুজনেই এমন একজন স্বামী চান, যিনি তাঁদের দুজনকেই একসঙ্গে স্ত্রী হিসাবে মেনে নেবেন। তিনি তাঁদের দুজনকে সমান মর্যাদা দিলেই, সেই সম্পর্ক তাঁদের কাছে গ্রহণযোগ্য হবে। তাঁরা আরও জানিয়েছেন, এক পুরুষকে স্বামী হিসাবে ভাগাভাগি করে নিতে, তাঁদের কোনও অসুবিধা হবে না। দুজনে দুজনের বেস্ট ফ্রেন্ড, একে অপরের সতীন হতেও কোন সমস্যা নেই। তাঁরা আরও বলেছেন, ফেসবুকে তাঁরা তাঁদের ভাগ্য পরীক্ষা করতে এসেছেন। যদি তাঁদের ভাগ্য ভালো হয়, তবে, এখানেই তাঁরা তাঁদের মনের মানুষকে খুঁজে পাবেন। 

বলাই বাহুল্য, এই পোস্টটি ফেসবুকে শেয়ার করা মাত্রই তুমুল ভাইরাল হয়েছে। পোস্টটিতে কমেন্টের বন্যায় বয়ে যাচ্ছে। অনেকে আবার পোস্টটি বন্ধুদের ট্যাগও করছেন। তবে, সেই মন্তব্যকারীদের তালিকায়, তাদের চাহিদা মতো যোগ্য ব্যাচেলরদের থেকে সমালোচকদের ভিড়ই বেশি। এই অদ্ভূত পোস্ট নিয়ে কী বলছে সোশ্যাল মিডিয়া?

কেউ বলেছেন, তাঁরা দুজনেই সুন্দরী হতে পারেন, কিন্তু মর্যাদা বলে কিছু নেই। কেউ বলেছেন, তাঁরা মুসলিম মহিলাদের ভাবমূর্তি নষ্ট করছেন। এরপর তো কোমরের আকার, নিতম্বের মাপ এবং যৌনাঙ্গের অবস্থাও শেয়ার করতে শুরু করবেন। আবার কেউ বলেছেন, ফেসবুক কী মহিলদের জীবনসঙ্গী খোঁজার জায়গা? এর জন্য আরও ভাল উপায় আছে। কেউ কেউ বলেছেন, কোনও কিছু করার আগে বাবা-মায়েদের কথা ভাবা উচিত। ওই মহিলাদের জন্য, তাঁদের অভিভাবকদের সমাজে নিন্দিত হতে হবে। 

আপনার কী নে হয়, এই মহিলা দুজনের একক সঙ্গী খোঁজা অপরাধ? তাঁদের কি ফেসবুকের বদলে অন্য কোনও ডেটিং সাইটে এই পোস্ট করা উচিত ছিল?