সংক্ষিপ্ত

তাইওয়ান ও ভারতের পর এবার আমেরিকায় ভূমিকম্প! কতটা ক্ষয়ক্ষতি হল জানেন?

তাইওয়ান ও ভারতের পর এবার আমেরিকায় ভূমিকম্প!  কেঁপে উঠল আমেরিকা। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে কেঁপে ওঠে নিউ ওয়ার্ক সিটি ও তার আশেপাশের বেশ কিছুটা অঞ্চল। এমনই জানা গিয়েছে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে রিপোর্ট অনুযায়ী। প্রায় ৪.৮ রিখটার স্কেলে কেঁপে ওঠে বড় ও মাঝারি আকারের বাড়ি-ঘর।

ইউ.এস.জি.এস. রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লেবানন, এনজে,যা ম্যানহাটনের প্রায় ৮০ কিমি পশ্চিমে। ফিলাডেলফিয়া থেকে বোস্টন পর্যন্ত শহরগুলিতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে বিভিন্ন সংবাদ সূত্র মারফত। ভুমিকম্পের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে ৷

আরও পড়ুন: কেঁপে উঠল কাশ্মীর-হিমাচলের মাটি! ভারতে জোরালো ভূমিকম্প, আরও বড় বিপদের আশঙ্কা?

এদিকে ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৫ বলে জানিয়েছে ইউরোপিয়ান সিসমোলজি ৷ এই ভূমিকম্পের পরেই বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ইস্ট কোস্টের বেশ কয়েকটি বিমানবন্দরে ৷

আরও পড়ুন: মারা গেলেন বিশ্বের প্রবীণতম পুরুষ! মৃত্যুকালীন তাঁর বয়স কত হয়েছিল জানেন?

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পর্যন্ত নেই বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ, তবে তাইওয়ান ও ভারতের পরে এই ভূমিকম্পে আতঙ্কের সৃষ্টি হয়েছে আমেরিকায় ৷ নিউইয়র্ক শহর জুড়ে বাজান হয়েছে সাইরেন।