সংক্ষিপ্ত
শেষ নিশ্বাস ত্যাগ করলেন ভেনেজুয়েলার বাসিন্দা জুয়ান ভিনসেন্ট পেরেজ মোরা। মৃত্যুকালীন তাঁর কত বয়স হয়েছিল জানেন?
শেষ নিশ্বাস ত্যাগ করলেন জুয়ান ভিনসেন্ট পেরেজ মোরা। মারা গেলেন বিশ্বের সবচেয়ে প্রবীণতম পুরুষ। মৃত্যুর সময় ১১৪ বছর বয়স হয়েছিল তাঁর। মঙ্গলবার ভেনেজুয়েলায় নিজের বাড়তে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন জুয়ান। এমনই জানা গিয়েছে পরিবার সূত্র মারফত। অবশেষে দীর্ঘদিন ভোগার পরে না ফেরার দেশে চলে গেলেন এই প্রবীণ।
২০২২ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড-এর রেকর্ড অনুযায়ী তিনিই ছিলেন বিশ্বের প্রবীণতম পুরুষ৷ তাঁর মৃত্যুতে নিজের সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো৷
২০২২ সালের ৪ ফেব্রুয়ারি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি পায় জুয়ান ভিনসেন্ট পেরেজ। মৃত্যুকালীন জুয়ানের বয়স হয়েছিল ১১২ বছর ২৫৩ দিন ৷ এর আগে বিশ্বের প্রবীনতম পুরুষ ছিলেন স্পেনের সাতুরনিনো ফুয়েন্তে গার্সিয়া। ২০২২ সালের ১৮ জানুয়ারি ১১২ বছর বয়সে মারা যান তিনি ৷ এর পরই জুয়ান ভিনসেন্ট পেরেজকে প্রবীণতম পুরুষ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়৷
আরও পড়ুন: কেঁপে উঠল কাশ্মীর-হিমাচলের মাটি! ভারতে জোরালো ভূমিকম্প, আরও বড় বিপদের আশঙ্কা?
ভেনেজুয়েলায় কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন জুয়ান৷ পেশায় একজন কৃষক ছিলেন তিনি৷ মাত্র ৫ বছর বয়স থেকেই চাষাবাদের সঙ্গে যুক্ত ছিলেন জুয়ান। বাবা ও পরিবারের সঙ্গে চাষ করতেন ছোট থেকেই ৷ তবে চাষবাস ছেড়ে দেওয়ার পরও বহুদিন কর্মঠ ছিলেন এই প্রবীণ জুয়ান ভিনসেন্ট পেরেজ৷ মোট ১১ জন সন্তান এবং ৪১ জন নাতি-নাতনি রয়েছে তাঁর। অবশেষে ১১৪ বছর বয়সে পরলোক গমন করলেন ভেনেজুয়েলার এই বাসিন্দা৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে পরিবারে ও আত্মীয়মহলে৷ গভীর শোকপ্রকাশ করেছেন নেটিজেনরাও।