- Home
- World News
- United States
- চিন আর পাকিস্তানের ঘুম ওড়াবে F-35 যুদ্ধ বিমান, মোদীর আমেরিকা সফরে ভারতের বড় প্রাপ্তি
চিন আর পাকিস্তানের ঘুম ওড়াবে F-35 যুদ্ধ বিমান, মোদীর আমেরিকা সফরে ভারতের বড় প্রাপ্তি
দুই দিনের মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।

মোদী-ট্রাম্প প্রতিরক্ষা চুক্তি
দুই দিনের মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।
প্রতিরক্ষ চুক্তি
প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী ভারত-আমেরিকা আগামী ১০ বছর প্রতিরক্ষা ক্ষেত্রে একত্রে কাজ করবে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে প্রচুর আধুনিক অস্ত্র ও যুদ্ধের সরঞ্জাম পাবে। যারমধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল F-35 যুদ্ধি বিমান।
F-35 যুদ্ধি বিমান
সমর বিশেষজ্ঞদের কথায় F-35 যুদ্ধি বিমান হল বিশ্বের সবথেকে উন্নত ও আত্যাধুনিক যুদ্ধ বিমান। এটি পঞ্চম প্রযন্মের যুদ্ধ বিমান।
F-35 যুদ্ধি বিমানের বিশেষত্ব
F-35 যুদ্ধি বিমানের ইন্টিগ্রেটেড সেন্সর প্যাকেজ ও উন্নত অস্ত্র, গোপনীয় বৈশিষ্টগুলি একে অন্য যুদ্ধবিমানের থেকে আলাদা করে রেখেছে।
উল্লেখযোগ্য হওয়ার কারণ
F-35 যুদ্ধি বিমানকে বর্তমানে বিশ্বের সবথেকে আধুনিক ও উন্নতমানের যুদ্ধ বিমান হিসেবে ধরা হয়।
দাম
এক একটা F-35 যুদ্ধি বিমানের দাম প্রায় ৬ কোটি মার্কিন ডলার।
সুবিধে
F-35 যুদ্ধি বিমানের কমব্যাট সিস্টেমেও নতুন নতুন বৈশিষ্ট ও ক্ষমতা প্রতিনিয়ক যোগ করা সম্ভব। এটি আকারে যেমন বড় তেমনই বিশ্বের সবথেকে ব্যায়বহুল ওয়েপেন্স প্রোগ্রামও।
এই দেশগুলির হাতে রয়েছে
F-35 যুদ্ধ বিমান মার্কিন এয়ারফোর্স ও নেভি ব্যবহার করে। পাশাপাশি ব্রিটেন, ইতালি, নেদারল্যান্ডস, তুরস্ক , নরওয়ে, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, ইজরায়েল, জাপান, দক্ষিণ কোরিয়া ব্যবহার করে।
রাফাল যুদ্ধ বিমান
ভারতের হাতে রয়েছে ফ্রান্সের তৈরি রাফার যুদ্ধ বিমান। যার গতিবেগ ঘণ্টায় ২ হাজার ১৩০ কিলোমিটার। দুটি ইঞ্জিন থাকায় দুর্ঘটনার সম্ভাবনা কম। মাটির কাছাকাছি পৌঁছেও শত্রুঘাঁটি ধ্বংস করতে একইভাবে পারদর্শী এই যুদ্ধবিমান। হামলার আগে প্রতিপক্ষের আকাশসীমায় ঢুকে শত্রুঘাঁটির ছবিও তুলে আনতে সক্ষম রাফাল।তাই একে মাল্টিরোল ফাইটার জেট বলা হয়।
F-35 যুদ্ধ বিমান
বিশেষজ্ঞরা মনে করেছেন F-35 যুদ্ধ বিমান ভারতের হাতে এলে ঘুম উড়বে চিন আর পাকিস্তানের।