সংক্ষিপ্ত

আমেরিকার গর্ভনরদের কার্যনির্বাহী অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প অনুদান প্রসঙ্গ টেনে আনেন। তিনি নরেন্দ্র মোদীকে বন্ধু বলে উল্লেখ করেন।

 

মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ সাহায্য (USAID aid) নিয়ে এবারও প্রশ্ন তুললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ক্ষমতায় আসার পর এই নিয়ে টানা চতুর্থবার এই প্রসঙ্গ তুললেন মার্কিন প্রেসি়ডেন্ট। তবে এবার প্রথমবার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নাম নেন। ট্রাম্প বলেন, 'আমেরিকান ভোটারদের বুথমুখী করার জন্য খরচ করতে পারে মার্কিন প্রশাসন। কিন্তু অন্য দেশের ভোটারদের জন্য কেন খরচ করা হবে মার্কিন করদাতাদের টাকা?' সেখানেই তিনি এবার মোদীর নাম নেন।

আমেরিকার গর্ভনরদের কার্যনির্বাহী অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প অনুদান প্রসঙ্গ টেনে আনেন। তিনি নরেন্দ্র মোদীকে বন্ধু বলে উল্লেখ করেন। তিনি বলেন, 'ভারতের ভোটারদের বুথমুখী করতে আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদীর দেশে ১৮২ কোটি টাকা যাচ্ছে। কিন্তু ভারতের ভোটারদের উপস্থিতি বদ্ধির জন্য আমারা অর্থ দেব কেন? আমিও চাই ভোটারদের বুথমুখী করতে। কিন্তু সেটা আমার দেশের জন্য।'

এরপরই বাংলাদেশ প্রসঙ্গ তোলেন ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশকেও ২ কোটি ৯০ লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় প্রায় ২৫৫ কোটি টাক অনুদান দেওয়া হয়েছে। তাঁর কথায় , 'বাংলাদেশের রজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য এমন একটি প্রতিষ্ঠানের কাছে ২ কোটি ৯০ লক্ষ ডলার গিয়েছে। যার নাম কেউ শোনেনি।' আমেরিকার দাবি ভারতের ভোটারদের বুথমুখী করার জন্য দেওয়া হয়েছিল ১৮২ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল। সম্প্রতি বিদেশ সংক্রান্ত এজাতীয় অনুদান বন্ধ করে দিয়েছে ইলন মাস্কের দফতর। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই জো বাইডেনের প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগছে ট্রাম্প ও তাঁর দলবল।

অনুদান বন্ধ নিয়ে ইতিমধ্যেই ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশেই শুরু রয়েছে রাজনৈতিক তরজা। ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে গোটা বিষয়টি উদ্বেগজনক। সবকিছু খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।