- Home
- World News
- United States
- ঠিক কত কোটি ব্যারেল তেল মজুত রয়েছে ভেনেজুয়েলার মাটির তলায়? ট্রাম্পের হাতে সেই তেল ভাণ্ডার
ঠিক কত কোটি ব্যারেল তেল মজুত রয়েছে ভেনেজুয়েলার মাটির তলায়? ট্রাম্পের হাতে সেই তেল ভাণ্ডার
রাতারাতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপরহণ করে ডোনাল্ড ট্রাম্প বাহিনী। কিন্তু কেন? মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করে নিয়েছেন তাঁর নজর রয়েছে ভেনেজুয়েলার বিপুল তেলের ভাণ্ডারের দিকে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট অপহরণ
রাতারাতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপরহণ করে ডোনাল্ড ট্রাম্প বাহিনী। কিন্তু কেন? মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করে নিয়েছেন তাঁর নজর রয়েছে ভেনেজুয়েলার বিপুল তেলের ভাণ্ডারের দিকে। আর সেই কারণেই প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়ার ছক কষা হয়েছিল। এবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনেই থাকবে ভেনেজুয়েলা।
বিপুল তেলের ভাণ্ডার
এনার্জি ইনস্টিটিউটের হিসেব বলছে বিশ্বের সবথেকে বেশি তেল রয়েছে ভেনেজুয়েলার হাতে। ভেনেজুয়েলায় বিশ্বের মোট তেলের প্রায় ১৭% তেল মজুত রয়েছে। যার পরিমাণ ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল। আর এই বিপুল তেল ভাণ্ডারের দিকেই দীর্ঘ দিন ধরেই নজর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের।
ভেনেজুয়েলার তেলের ক্রেতা
একটা সময় ছিল যখন ভেনেজুয়েলার তেলের প্রধান ক্রেতা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু নিষেধাজ্ঞা জারির পরে সেই সম্পর্কের মোড় ঘুরে যায়। বর্তমানে এই দেশের তেলের সবথেকে বড় ক্রেতা হল চিন। যদিও বামপন্থী শাসক হুগো সাভেজের আমলেই ভেনেজুয়েলার তেল শিল্প প্রায় ভেঙে পড়েছে। তেল সরবরাহের ভেনেজুয়েলা এখনও করে। কিন্তু তেমনভাবে নয়। সেই প্রভাব আর প্রতিপত্তি বর্তমানে নেই ভেনেজুয়েলার।
ট্রাম্পের আশ্বাস
ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করে দেশের স্বাধীনতা খর্ব করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেল শিল্পকে চাঙ্গা করার আশ্বাস দিয়েছে। তিনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ও বিখ্যাত সংস্থাগুলি ভেনেজুয়েলার তেল শিল্পে বিনিয়োগ করবে। ভেনেজুয়েলার তেল শিল্প বর্তমানে তলানিতে ঠেকেছে। উৎপাদন অনেকটাই কম।
মার্কিন লাভ!
ভেনেজুয়েলার তেল শিল্পকেই হাতিয়ার করে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির দখলদারির দায়িত্ব নিতে চাইছে। ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি বর্তমানে ভেনেজুয়েলার শাসনভার নিজের হাতে রাখবেন। ট্রাম্প মূলত ব্যবসায়ী মানুষ। তিনি মুমাফা ছাড়া আর অন্যকিছু বোঝেন না। আর সেই কারণেই ভেনেজুয়ালের তেল উত্তোলন করে মার্কিন তেল সংস্থাগুলিতে আরও ধনী করতে প্রাথমিক একটি ব্যবস্থা তিনি করবেন, তেমনই মনে করছেন ব্যবসায়ীরা।

