সংক্ষিপ্ত
অ্যারিজোনায় সাংবাদিকের সাক্ষাৎকারে বিপদের কথা উল্লেখ করে মাঝপথে থেমে যান ট্রাম্প। রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে খুনের হুমকি দেওয়ায় রোনাল্ড লি সিভরাড কে গ্রেফতার করা হলেও নিরাপত্তারক্ষীদের কাছ থেকে দূরে খোলা জায়গায় দাঁড়াতে চাননি ট্রাম্প।
একবার নির্বাচনী প্রচারে তাঁর দিকে গুলি ছুটে এসেছিল। ফের কি বিপদের আশঙ্কা করছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের রাজ্য অ্যারিজোনায় গিয়েছিলেন ট্রাম্প। সেখানে এক সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়ার সময় মাঝপথেই থেমে যান ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা বিপদের মধ্যে আছি। আমি আপনাকে বলছি, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা উচিত নয়। ফলে আর কথা বাড়াচ্ছি না। নিরাপত্তারক্ষীরা চান না আমি এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি। তাঁরাও এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে চান না।’ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের এ কথা শুনে হকচকিয়ে যান সাংবাদিক। অ্যারিজোনার পরিস্থিতি সম্পর্কে কেন এ কথা বললেন ট্রাম্প, সেটা অবশ্য স্পষ্ট। অ্যারিজোনার বাসিন্দা রোনাল্ড লি সিভরাড এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে খুন করার হুমকি দেন। তাঁকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এখনও তাঁর উপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন ট্রাম্প। এই কারণেই অ্যারিজোনায় গিয়ে নিরাপত্তারক্ষীদের কাছ থেকে দূরে বেশিক্ষণ খোলা জায়গায় দাঁড়িয়ে থাকতে চাইলেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের জন্য বিপজ্জনক অ্যারিজোনা?
অ্যারিজোনায় ট্রাম্পের সাক্ষাৎকার নিচ্ছিলেন 'নিউজ নেশন'-এর সাংবাদিক অ্যালি ব্র্যাডলি। তিনি অ্যারিজোনার পরিস্থিতি নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করেন। তখনই তাঁকে থামিয়ে দিয়ে বিপদের কথা উল্লেখ করেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। এরপর তাঁর চারপাশে জড়ো হয়ে যান সিক্রেট সার্ভিস এজেন্টরা। তাঁদের সুরক্ষাবলয়ের মধ্যেই গাড়িতে উঠে যান ট্রাম্প।
রবার্ট এফ কেনেডি জুনিয়রের সঙ্গে কেমন সম্পর্ক ট্রাম্পের
এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে গিয়েছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। এ বিষয়ে ট্রাম্প জানিয়েছেন, 'ওঁর প্রতি আমার শ্রদ্ধা আছে। উনি বুদ্ধিমান ব্যক্তি। উনি আমার হয়ে প্রচার করলে ভালোই হবে।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Viral Video: একেই বলে 'রাখে হরি মারে কে?' ভাইরাল ভিডিওতে দেখুন কীভাবে একটুর জন্য বেঁচেছেন ট্রাম্প
ভরা জনসভায় ডোনাল্ড ট্রাম্পকে গুলি! কেমন আছেন প্রাক্তন প্রেসিডেন্ট?