সংক্ষিপ্ত

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবার প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়েছেন। কিন্তু এখনও ক্ষমতা হস্তান্তর না হওয়ায় তিনি এই পদেই আছেন।

এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে গিয়েছেন কমলা হ্যারিস। কিন্তু তারপরেও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে পারেন। ডেমোক্র্যাটদের একাংশ এই দাবি জানাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টর মেয়াদ শেষ হওয়ার পর ক্ষমতা হস্তান্তর করার জন্য চার মাস সময় পাওয়া যায়। সেই অনুযায়ী ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন ট্রাম্প। তার আগেই বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরে যাওয়ার দাবি জানাচ্ছেন ডেমোক্র্যাটদের একাংশ। বাইডেনের পরিবর্তে কমলাকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি জানানো হচ্ছে। যদিও সেটা কতটা নীতি ও যুক্তিসঙ্গত, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কমলার হারে হতাশ ডেমোক্র্যাট শিবির

২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের কাছে হেরে যান ট্রাম্প। এবার ডেমোক্র্যাটদের আশা ছিল, জয় পাবেন কমলা। বেশিরভাগ সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল, হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু ৩১২ ইলেকটোরাল ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট হচ্ছেন ট্রাম্প। কমলা ২২৬ ইলেকটোরাল ভোট পেয়েছেন। পপুলার ভোটেও কমলাকে পিছনে ফেলে দিয়েছেন ট্রাম্প। তিনি ৫০.০৪ পপুলার ভোট পেয়েছেন। সেখানে কমলা পেয়েছেন ৪৮ শতাংশ পপুলার ভোট। ফলে ট্রাম্পের ফের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ আটকানো সম্ভব নয়। কমলাও হার স্বীকার করে নিয়েছেন। তবে তাঁর প্রাক্তন সহযোগী জামাল সিমন্স-সহ অনেকেই দাবি করছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিন কমলা। যদিও সেটা বাস্তবসম্মত হবে বলে মনে হচ্ছে না।

২ মাসের জন্য প্রেসিডেন্ট হবেন কমলা?

ডেমোক্র্যাটদের একাংশের দাবি মেনে যদি বাইডেন পদত্যাগ করেন, তাহলে ২ মাসের জন্য মার্কিন প্রেসিডেন্ট হতে পারেন কমলা। সেক্ষেত্রে তিনি ট্রাম্পের শপথ গ্রহণের সময় থাকবেন। যাঁর কাছে হেরে গিয়েছেন, তাঁকে ক্ষমতা হস্তান্তর করতে কমলার কেমন লাগবে, সেটা অবশ্য জানা যায়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

চিন্তায় বাংলাদেশ? ফের ক্ষমতায় ফিরতে পারেন শেখ হাসিনা! ট্রাম্পের জয়ে সিঁদুরে মেঘ দেখছে ইউনুস সরকার

এবার ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামান, টেলিফোনে ভ্লাদিমির পুতিনকে পরামর্শ দিলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা: কারা কারা থাকছেন ট্রাম্প টিমে? রয়েছে এই ভারতীয়র নামও!