মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ বিশেষ বিমানে তিনি রওনা হলেন। বিমানে ওঠার আগে প্রধানমন্ত্রী তাঁর আমেরিকা সফরের বিস্তারিত কর্মসূচির কথা জানান সোশ্যাল মিডিয়ায়।
এর আগেও যখন মার্কিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী, তখনও দেখা গিয়েছিল বিশ্বের অন্যতম সেরা সব উদ্যোগপতিদের সঙ্গে তাঁকে বৈঠক করতে। এবারও তার অন্যথা হচ্ছে না। জানা গিয়েছে নিউ ইয়র্কে ২১ জুন হবে বৈঠক।
প্রধানমন্ত্রী মোদি মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি সরকারী সফর করেছেন, তবে এই প্রথমবার তিনি রাষ্ট্রীয় সফরে যাচ্ছে। সেখানে খোদ বাইডেন তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন।
মোদীর আমেরিকা সফরকালে নিউ ইয়র্কে তাঁর সঙ্গে দেখা করতে পারেন টেসলা কর্তা এলন মাস্ক।
বহুদিন বাদে ডুবোজাহাজ নিয়ে এমন খবর সামনে এসেছে যা স্বাভাবিকভাবেই আতঙ্কে ফেলেছে মানুষকে। এই সময়ে মানুষের মধ্যে মাত্রাতিরিক্ত ভাবে অ্যাডভেঞ্চারর শখ তৈরি হয়েছে। যার মওকা কিন্তু নিতে শুরু করেছ ধনকুবেরদের নিয়ন্ত্রিত সংস্থা।
আমেরিকায় তাঁর অষ্টম সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন-এর আমলে প্রধানমন্ত্রী মোদীর এটা দ্বিতীয় মার্কিন সফর।
ইন্ডিয়ান আমেরিকান কমিউনিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান ভারত বারাই বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রী মোদি বিশ্বব্যাপী ভারতীয় প্রবাসীদের মধ্যে খুবই জনপ্রিয়। শুধু তাই নয়, মোদী এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হয়ে উঠেছেন।
কেন্দ্রীয় সরকারের উদ্যোগে গত কয়েক বছর ধরে বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। এবার বিদেশে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিশিষ্ট শিক্ষাবিদরা ভারত ও আমেরিকার মধ্যে শিক্ষাগত সহযোগিতার সম্প্রসারণের পাশাপাশি উচ্চ শিক্ষা, গবেষণা এবং জ্ঞান অংশীদারিত্বের ক্ষেত্রে নতুন উদ্যোগ এবং সুযোগের অন্বেষণের বিষয়ে নিজেদের দৃষ্টিভঙ্গির কথা জানিয়েছেন।
নরেন্দ্র মোদীর মার্কিন সফরের উদ্দেশ্যে আমেরিকা এবং ভারত, উভয় দেশের শিল্পপতি এবং শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে ডিজিটাল দুনিয়ায় বিপুল সাড়া মিলেছে। আন্তর্জাতিক সম্পর্ক সুদৃঢ় করার আশায় রয়েছেন দুই দেশের শীর্ষ নেতৃত্বরা।