পৃথিবীর বাইরে মহাকাশে টানা ৯ মাস কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরে এসেছেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও তাঁর অপর সঙ্গী বাচ উইলমোর। বুধবার ভারতীয় সময় ৩টে ৩৭ মিনিট নাগাদ আমেরিকার ফ্লোরিডা উপকূলে অবতরণ করে ইলন মাস্কের ক্রু-৯ (Crew 9)। দীর্ঘদি
ফ্লোরিডা: পৃথিবীর বাইরে মহাকাশে টানা ৯ মাস কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরে এসেছেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও তাঁর অপর সঙ্গী বাচ উইলমোর। বুধবার ভারতীয় সময় ৩টে ৩৭ মিনিট নাগাদ আমেরিকার ফ্লোরিডা উপকূলে অবতরণ করে ইলন মাস্কের ক্রু-৯ (Crew 9)। দীর্ঘদিন মহাকাশে কাটানোর পর পৃথিবীতে ফিরে যেমন খুশি সুনীতারা তেমনই দুই নভোশ্চর ফিরে আসায় আনন্দে আপ্লুত গোটা বিশ্ব।
এদিকে দীর্ঘ ৯ মাস মহাকাশে কাটানোর ফলে পৃথিবীর জল-আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা বেগ পেতে হতে পারে সুনীতাদের (Sunita Williams) । এই বিষয়ে বুধবার ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA) তরফে জানানো হয়েছে যে, মহাকাশে দীর্ঘ সময় কাটিয়ে পৃথিবীতে ফিরে আসায় নভোচারীদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। মহাকাশে মাধ্যকর্ষণ টান বা শক্তি না থাকায় এতদিন পর পৃথিবীর মাধ্যকর্ষণ শক্তির সঙ্গে আবার নতুন করে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হবে সুনীতাদের। পৃথিবীতে নামার সঙ্গে সঙ্গে তাঁরা মাথা ঘোরা, শারীরিক দুর্বলতা অনুভব করবেন। শুধু তাই নয়, তাঁদের ভাস্কুলার এবং কার্ডিও পুনর্নির্মাণ করা হতে পারে বলেও জানিয়েছে নাসা।
শুধু তাই নয়, নাসার এক বিজ্ঞানী জানিয়েছেন, একটানা নয় মাস মহাকাশে থাকার ফলে সুনীতাদের শ্রবণ ক্ষমতা কমে যেতে পারে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, মহাকাশচারীরা "এক জি" (মাধ্যাকর্ষণ) থেকে এখানে স্থানান্তরিত হন। "যখন আমরা এই ঘরে বা মহাকাশে বসে থাকি, তখন ভেতরের কানটি কিছুটা বিঘ্নিত হতে পারে। কারণ মাধ্যাকর্ষণ তরলটি টেনে আনছে না। এবং কানের ভিতরে ছোট ছোট লোম রয়েছে। তাই ক্রুদের মাইক্রোগ্রাভিটির সঙ্গে খাপ খাইয়ে নিতে কিছুটা সময় লাগতে পারে।"
পৃথিবীতে ফিরে কী কী সমস্যায় পড়তে পারেন সুনীতা উইলিয়ামস এবং বাচ উইলমোরে...
1. মহাকাশ স্টেশনে দীর্ঘদিন থাকার ফলে নভশ্চরদের শরীরে বিভিন্ন প্রভাব পড়তে পারে। হাড় এবং পেশির ক্ষয়, দৃষ্টিশক্তির সমস্যা, সহনশীলতার অভাব, ভারসাম্য বজায় রাখা-সহ নানা ধরনের সমস্যায় ভুগতে পারেন তাঁরা।
2. যেহেতু সুনীতারা মহাকাশের পরিবেশের সঙ্গে দীর্ঘদিন ধরে মানিয়ে একরকম ভাবে থাকতে শুরু করেছিলেন তাই পৃথিবীতে ফিরে আসলেও এখনই নিজেদের বাড়িতে যেতে পারবেন না কোনও মহাকাশচারীই। কারণ, এই দীর্ঘ ৯ মাসে তাঁদের শরীরে অনেক পরিবর্তন ঘটেছে। পৃথিবীতে ফেরার পর তাঁদের নাসার বিশেষ বিশ্রামাগারে থাকতে হবে।
3. জানা গিয়েছে- নাসার বিশেষ বিশ্রামাগারে সুনীতাদের অন্তত ৪৫ দিন থাকতে হতে পারে। এই সময় তাঁদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। পৃথিবীর পরিববেশ-আবহাওয়ার সঙ্গে তাঁরা যাতে দ্রুত মানিয়ে নিতে পারে তার জন্য বিশেষ শারীরিক কসরতের ব্যবস্থা করা হয়েছে সুনীতাদের জন্য।
4. এবার একটানা ৪৫ দিন ক্রু-কোয়ার্টারে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা চলবে তাঁদের। তারপরই নিজেদের বাড়ি ফিরতে পারবেন এই মহাকাশচারীরা।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুন মাসে স্টারলাইনার মহাকাশযানে চড়ে মহাকাশে রওনা দেন। সুনিতা উইলিয়ামস এবং বাচ উইলমোর। মহাকাশে নয় মাস আটকে থাকার পর অবশেষে বুধবার পৃথিবীতে ফিরে এসেছেন তাঁরা। যা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) গড়ে ছয় মাস ঘূর্ণনের চেয়েও বেশি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
