US Protest News: গোটা আমেরিকা জুড়ে যেন প্রতিবাদের ঢেউ। বিক্ষোভ আছড়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বুকে। 

US Protest News: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি বিরোধী আন্দোলন যেন ক্রমশ ছড়িয়ে পড়ছে মার্কিন মুলুকের একাধিক প্রদেশে। অভিবাসী ইস্যুতে টানা এক সপ্তাহ ধরে কার্যত, অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে আমেরিকার লস অ্যাঞ্জেলস (us protest news)। জানা যাচ্ছে, আমেরিকার প্রায় ৫০টি প্রদেশে প্রতিবাদের ঢেউ উঠেছে।

খোদ প্রেসিডেন্টের জন্মদিনে ‘নো কিংস’, অর্থাৎ ‘রাজা চাই না’, ‘স্বৈরাচার নিপাত যাক’ এবং ‘সংবিধান বাঁচান’ স্লোগান শোনা গেল আমেরিকার মাটিতে। সবমিলিয়ে, দেশের মাটিতে ক্রমশই অস্বস্তি বাড়ছে ট্রাম্প প্রশাসনের।। সবমিলিয়ে, দেশের মাটিতে ক্রমশই অস্বস্তি বাড়ছে ট্রাম্প প্রশাসনের (america protest news)।

Scroll to load tweet…

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আমেরিকার মোট ৫০টি প্রদেশে ‘নো কিংস’ ডাক দিয়ে আন্দোলন করতে রাস্তায় নেমেছেন লক্ষ লক্ষ মানুষ। মার্কিন মুলুকের একাধিক রাস্তায় এবং পার্কে পোস্টার হাতে ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে পথে নেমেছেন নেমেছেন প্রচুর সাধারণ নাগরিক। 

এমনকি, ছোট শহরতলিগুলিতেও ছড়িয়ে পড়েছে সেই আন্দোলনের আঁচ। প্রসঙ্গত, অবৈধ অভিবাসীদের নির্বিচার গ্রেফতারির প্রতিবাদে গত ৭ দিন ধরে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন লস অ্যাঞ্জেলেস সহ আমেরিকার বিভিন্ন শহরের মানুষ।

মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল স্কট শেরম্যান বলেছেন, উত্তপ্ত লস অ্যাঞ্জেলসে ন্যাশনাল গার্ডের প্রায় চার হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী এবং ৭০০ সংখ্যক মেরিনস মোতায়েন করা হয়েছে। 

সবথেকে বড় বিষয় হল, ইরাক এবং সিরিয়ায় এই মুহূর্তে যে পরিমাণ মার্কিন সেনা মোতায়েন রয়েছে, এই সংখ্যাটি তার থেকেও বেশি। উল্লেখ্য, পেন্টাগনের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে সিরিয়াতে প্রায় ২ হাজার এবং ইরাকে ২৫০০ মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। 

Scroll to load tweet…

আর এই বিদ্রোহকে দমন করতে শহরের একাধিক রাস্তায় যে পরিমাণে নিরাপত্তাকর্মী নামানো হচ্ছে, তাতে মার্কিন প্রশাসন আগামীদিনে সেই সংখ্যা আরও বৃদ্ধি করতে পারে। সেক্ষেত্রে সংখ্যাটা ৫ হাজারও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা অনেকের। তবে গ্রেফতার করা না হলেও, গোলমাল ছড়ানোর অভিযোগে ব্যাপক ধরপাকড় এবং আটক অভিযান চলছে বলে জানা গেছে। এই নিয়ে রীতিমতো সমালোচনার মুখেও পড়েছে ট্রাম্প প্রশাসন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।