সংক্ষিপ্ত
ইনস্ট্যান্ট পাস্তা তৈরী হচ্ছে না মাত্র সাড়ে তিন মিনিটে। কোম্পানির বিজ্ঞাপন একেবারেই ভুয়ো।এমন দাবি তুলেই এক পাস্তা ব্র্যান্ডের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলেন এক মার্কিন মহিলা
ইনস্ট্যান্ট পাস্তা তৈরী হচ্ছে না মাত্র সাড়ে তিন মিনিটে। কোম্পানির বিজ্ঞাপন একেবারেই ভুয়ো।এমন দাবি তুলেই এক পাস্তা ব্র্যান্ডের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলেনএক মার্কিন মহিলা আমান্ডা রামিরেজ। ফ্লোরিডার বাসিন্দা আমান্ডা বরাবরই ছিলেন পাস্তা প্রেমী। বিশ্বের সমস্ত পাস্তা কোম্পানির প্রোডাক্টই কোনো না কোনো সময় চেখে দেখেছেন তিনি। তার এই পাস্তা প্রেমের বহরে তার পরিবারের লোকজন রীতিমতো তিতিবিরক্ত হলেও তাতে তার পাস্তা প্রেমে ভাটা পড়েনি একটুও। সম্প্রতি তিনি 'ভেলভিটা শেলস অ্যান্ড চিজ' নামক এক কোম্পানির বিজ্ঞাপনে দেখেন যে তাদের ইনস্ট্যান্ট পাস্তা নাকি তৈরী হতে সময় নেয় মাত্র সাড়ে তিন মিনিট। এই
মাইক্রোওয়েভেবল পাস্তার কাপের বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে তিনিও কিনে ফেলেন ওই ব্র্যান্ডের পাস্তা। কিন্তু বানাতে গিয়ে দেখেন সাড়ে তিন মিনিটে নয় পাস্তা পুরোপুরি তৈরী হতে সময় নিচ্ছে আরো অনেকক্ষণ। ব্যাস কথার খেলাপ হাওয়াতেই বেজায় চোটে যান ম্যাক এন্ড চিজ প্রেমী আমান্ডা। ভুয়ো বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ তুলে সরাসরি আদালতের দ্বারস্থ হন আমান্ডা।
তার বক্তব্য প্যাকেট খুলতে, সসের পাউচ কেটে মেশাতে, মাপ করে জল দিতে আরও বেশ কিছুটা সময় লাগে যা সাড়ে তিন মিনিটের চেয়ে অনেক বেশি। অর্থাৎ ওই সংস্থা বিভ্রান্তিমূলক বিজ্ঞাপনী প্রচারের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে। আর সেই অভিযোগ তুলেই আমান্ডা ওই সংস্থার বিরুদ্ধে ৫ মিলিয়ন মার্কিন ডলার অঙ্কের মামলা করে বসেন।
ওই পাস্তা কোম্পানি অবশ্য এই মামলাকে বিশেষ আমল দিতে নারাজ। সংস্থা জানিয়েছে, 'আমরা এই ফালতু মামলাটির বিষয়ে জেনেছি। এই অভিযোগের বিরোধিতা করছি।'
কিন্তু ওই মহিলার আইনজীবী অবশ্য বিষয়টি নিয়ে বেশ 'সিরিয়াস'। তিনি বলছেন, তাঁর মক্কেল যদি জানতেন যে এটি বানাতে এত সময় লাগে, তাহলে তিনি এত দাম দিয়ে এটি কিনতেন না। তিনি আরও দাবি করেছেন যে,ওই সংস্থা যেন এই ধরনের ভুয়ো বিজ্ঞাপনী প্রচারের অবিলম্বে বন্ধ করে। '