US President Donald Trump: ভেনেজুয়েলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী মনোভাব নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা শুরু হলেও, নিজের মনোভাব বদলাচ্ছেন না তিনি। আরও তিনটি দেশকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প।
KNOW
US Airstrikes Venezuela: শান্তির জন্য নোবেল পুরস্কার (Nobel Peace Prize) না পেয়ে কি এবার শুধুই আগ্রাসনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? (US President Donald Trump) ভেনেজুয়েলায় (Venezuela) মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর এ বিষয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। ট্রাম্প ঘোষণা করেছেন, তাঁরাই এখন ভেনেজুয়েলায় সরকার চালাবেন। আরও কয়েকটি দেশেও হামলা চালিয়ে একই পরিস্থিতি তৈরি করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর (Venezuela President Nicolás Maduro) বিরুদ্ধে মাদক তৈরি, অপরাধীদের আশ্রয় দেওয়া, মার্কিন যুক্তরাষ্ট্রর নাগরিকদের জীবন নষ্ট করে দেওয়ার জন্য সে দেশে মাদক পাচার করা এবং মেশিনগান ও বিধ্বংসী অস্ত্র নিজের কাছে রাখার অভিযোগে মামলা দায়ের করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এরপর কোন দেশে হামলা চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র?
ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, এবার মার্কিন বাহিনী মেক্সিকো (Mexico), কিউবা (Cuba) ও কলম্বিয়ায় (Colombia) হামলা চালাতে পারে। এই দেশগুলিকে 'সমস্যায় ফেলা প্রতিবেশী' বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ‘কিছু করতে হবে।’ এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘মেক্সিকোর বিষয়ে কিছু করতে হবে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাম (Claudia Sheinbaum) না, শক্তিশালী মাদক কারবারীরা সে দেশের সরকার চালাচ্ছে। এই কারণে আমাদের কিছু করতে হবে।’
কিউবা, কলম্বিয়াতেও হামলা চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র?
কিউবার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা নতুন কিছু নয়। এবার এই দেশ সম্পর্কে ট্রাম্প বলেছেন, ‘কিউবা ভেঙে পড়ছে। কিউবা এমন জায়গায় পৌঁছে যেতে চলেছে যে আমরা এই দেশ সম্পর্কে আলোচনা বন্ধ করে দেব। আমরা কিউবার মানুষকে সাহায্য করতে চাই। একইসঙ্গে যাঁদের কিউবা থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, তাঁদেরও সাহায্য করতে চাই আমরা।’ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে (Colombian President Gustavo Petro) সরাসরি হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, ‘উনি কোকেন তৈরি করছেন। ওরা সেই কোকেন মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিচ্ছে। ফলে আমরা ওঁকে ছাড়ব না।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


