সংক্ষিপ্ত
বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধে কারও কোনও লাভ হবে না।
সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সতর্ক করলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, 'তৃতীয় বিশ্বযুদ্ধ আর বেশি দূরে নেই।' একই সঙ্গে আমেরিকান প্রেসিডেন্ট বলেছেন, তবে তাঁর নেতৃত্বে এমন কোনও ঘটনা তিনি কিছুতেই হতে দেবেন না। বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হলে আমেরিকা তাতে অংশ নেবে না বলেও জানিয়ে দিয়েছেন ট্রাম্প।
বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, 'তৃতীয় বিশ্বযুদ্ধে কারও কোনও লাভ হবে না। কিন্তু আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ যেতে বেশি দূরে নেই।' কী কারণে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা ট্রাম্প ভাবছেন তার কোনও উত্তর তিনি দেননি। বিশ্বের বিভিন্ন প্রান্তে যে যুদ্ধগুলি চলছে তা বন্ধ করার আবেদন জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, 'এই বোকা বোকা চলমান যুদ্ধগুলিকে আমরা থামাতে চলেছি। আগামী দিনে অন্য যে কারও চেয়ে আমরা আরও বেশি শক্তিশালী হয়ে উঠব। যগি যুদ্ধ হয় তবে কেউ আমাদের কাছে ঘেঁষতে পারবে না। যদিও আমি মনে করি তেমন কিছুই হবে না।'
নিজের বক্তব্যের একটি অংশে ট্রাম্প নিজের দূরদৃষ্টির প্রশংসা করেন। তিনি বলেন, 'ইলন মাস্ক বলেছেন, ইউক্রেন নিয়ে প্রেসিডেন্টের যে ধারনা তা একদম ছিক। এটা দুঃখের যে বহু বাবা ও মা তাঁদের সন্তানদের হারালেন। আর বহু সন্তান তাঁদের বাবা ও মাকে হারিয়েছেন।' প্রসঙ্গত ট্রাম্প বুধবারই ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে একনায়ক বলে কটাক্ষ করেছেন। হুঁশিয়ারি দিয়েছেন, জেলেনস্কি সরে না দাঁড়ালে তাঁর কোনও দেশে ঠাঁই হবে না। বুধবার সৌদি আসবে ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আমেরিকা-রাশিয়া বৈঠকের পরই ট্রাম্প নিশানা করেছেন ইউক্রেন প্রধানকে। যদিও পাল্টা জেলেনস্কিও ট্রাম্পকে কটাক্ষ করে বলেছেন, উনি রাশিয়ার দেওয়া মিথ্যা তথ্যের ওপর বাস করেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।