Zohran Mamdani: ডোনাল্ড ট্রাম্পের চোখরাঙানিকে তোয়াক্কা না করেই নিউ ইয়র্কের নতুন মেয়র নির্বাচিত হলেন জ়োহরান মামদানি। ভারতীয় বংশোদ্ভূত একজন মেয়র পেল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শহর নিউ ইয়র্ক।
Zohran Mamdani: নিউ ইয়র্কে জয়জয়কার। কার্যত, ডোনাল্ড ট্রাম্পের চোখরাঙানিকে তোয়াক্কা না করেই নিউ ইয়র্কের নতুন মেয়র নির্বাচিত হলেন জ়োহরান মামদানি (zohran mamdani news)। তিনি হলেন বিশিষ্ট ভারতীয় চিত্রপরিচালক মীরা নায়ারের পুত্র। অর্থাৎ, ভারতীয় বংশোদ্ভূত একজন মেয়র পেল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শহর নিউ ইয়র্ক (zohran mamdani won)।
প্রসঙ্গত, ডেমোক্র্যাটিক পার্টির এই নেতার বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রচার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই কমিউনিস্ট’ প্রার্থী জ়োহরান ভোটে জিতলে যে নিউ ইয়র্ক সিটির জন্য কেন্দ্রীয় সরকারি অনুদান বন্ধ করে দেওয়া হবে, সেই হুঁশিয়ারিও আবার দিয়ে রাখেন তিনি।
মামদানি পেয়েছেন ৫০%-এরও বেশি ভোট?
নির্বাচনে মামদানির বিপরীতে ট্রাম্পের রিপাবলিকান পার্টির তরফ থেকে প্রার্থী হন কুর্টিস স্লিওয়া। তবে প্রাপ্ত ভোটের নিরিখে মামদানির থেকে অনেক পিছিয়ে তিনি। সংবাদমাধ্যম সূত্রে খবর, মামদানি পেয়েছেন ৫০%-এরও বেশি ভোট। অপরদিকে, স্লিওয়া পেয়েছেন মাত্র ১০%-এরও কম ভোট। এছাড়া প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো পেয়েছেন প্রায় ৪১% ভোট।
আগামী আগামী ১ জানুয়ারি। নিউ ইয়র্কের মেয়র হিসেবে শপথ নেবেন মামদানি। ফলে, ৩৪ বছর বয়সী এই ভারতীয় বংশোদ্ভূতই হতে চলেছেন গত ১০০ বছরেরও বেশি সময়ের ইতিহাসে নিউ ইয়র্কের কনিষ্ঠতম এক মেয়র। এদিকে ভোট প্রচারের সময়, বামঘেঁষা ডেমোক্র্যাট হিসেবেই পরিচিত মামদানি নিউ ইয়র্ক শহরে জীবনযাত্রার খরচকে কম করবেন বলে আশ্বাস দিয়েছেন।
এমনকি, দীর্ঘদিন শহরে থেকে যারা ভাড়াবাড়িতে রয়েছেন, তাদের ভাড়া মকুবের কথাও বলেন তিনি। শেষপর্যন্ত, তাঁর কথাতেই ভরসা রাখলেন নিউ ইয়র্কের জনগণ। নিউ ইয়র্কের নতুন মেয়র নির্বাচিত হলেন জ়োহরান মামদানি। মোট ৫০%-এরও বেশি ভোট পেয়েছেন এটি তরুণ প্রার্থী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

