সংক্ষিপ্ত
ইনস্টাগ্রামে আপলোড করা একটি ভিডিওতে দ্রুত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গেছে এক পিৎজা ডেলিভারি বয় একটি বাড়ির দরজা নক করে। তবে সেই বাড়ি থেকে কোনও মানুষ বার হয়নি।
পিৎজা- আট থেকে আশি প্রায় সকলেরই প্রিয় খাবার। চটজলদি পেটভরা খাবার। মানুষেরতো প্রিয়। কখনও কি ভেবে দেখেছেন বানরও সেই খাবার খায় কিনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও ক্লিপ এই প্রশ্নই তুলে দিয়েছে। প্রশ্নটা উদ্ভট মনে হলেও একজন মানুষ এমনই একটি অবার করা ঘটনার মুখোমুখি হয়েছিল। সেই দৃশ্য দেখে তিনি যথেষ্টই অবাক হয়ে গিয়েছিলেন।
ইনস্টাগ্রামে আপলোড করা একটি ভিডিওতে দ্রুত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গেছে এক পিৎজা ডেলিভারি বয় একটি বাড়ির দরজা নক করে। তবে সেই বাড়ি থেকে কোনও মানুষ বার হয়নি। কিন্তু একটি বানর বাড়িতে থেকে বেরিয়ে পিৎজার বাক্সটি নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়। তাতে ডেলিভারি বয় যথেষ্টই অবাক হয়ে যায়। ভয়ও পেয়ে যায়। কিন্তু বানকটি কোনও ক্ষতি করেনি তারা। বরং টাকা নিয়ে পিৎজার বাক্সটি নিয়ে নেয় - আরও পাঁচটা মানুষেরই মত।
ভিডিওটি আপলোড হওয়ার পর থেকে ৩.৫ মিলিয়ন লাইক পেয়েছে। ৩৯ মিলিয়ন মানুষ ভিডিওটি দেখেছে। প্রচুর মানুষ মন্তব্য করেছেন। অনেকেই বলেছেন গোটা ঘটনাটি অবিশ্বাস্য। বানরটি ডেলিভারি বয়কে টিপস দিতে চেয়েছিল বলেও অনেকে মন্তব্য করেছে। অনেকেই আবার বলেছেন এবার নিশ্চয় ডেলিভারি বয় অন্য চাকরি খুঁজজে। কারণ ডেলিভারি বয় এই ঘটনায় যথেষ্ট ভয় পেয়েছিল।