সংক্ষিপ্ত
যদি সরকারিভাবে ২২ জনের মৃত্যু নিশ্চিত করে সেক্ষেত্রে ২০১৯ সালের পর এটিই হবে যুক্তরাষ্ট্রে সবচেয়ে মারাত্মক গণহত্যা।
তিন বন্দুকধারীর গুলিতে নিতহ কমপক্ষে ২২ জন। আহত কমপক্ষে ৫০ থেকে ৬০ জন। এমনই মর্মান্তিক ঘটনা ঘটল আমেরিকার লুইস্টন শহরে। এনবিসি নিউজ সূত্রে জানা যাচ্ছে রাজ্য এবং স্থানীয় পুলিশের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে যে বুধবার রাতে এই ঘটনার পর একজন বন্দুকধারী ও একজন সন্দেহভাজনের খবর পাওয়া গিয়েছে। শহরবাসীকে আপাতত বাড়িতে থাকতেই অনুরোধ করেছে রাজ্য পুলিশ। তাঁদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) রাজ্য পুলিশের পক্ষ থেকে একটি পোস্ট করে বলা হয়েছে,'লুইস্টনে একজন সক্রিয় শুটার রয়েছে। শহরবাসীকে আপাতত নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি সকলকে বাড়ির দরজা জানলা বন্ধ রাখারও পরামর্শ দেওইয়া হচ্ছে। পুলিশের তরফে তদন্ত চলছে।'
দ্য সান জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে পুলিশের একজন মুখপাত্র-এর উদ্ধৃতিতে জানানো হয়েছে তিনজন ব্যবসায়ী এই এলোপাথারি গুলি চালানোর সঙ্গে যুক্ত। স্পেয়ারটাইম রিক্রিয়েশন বোলিং অ্যালি, স্কিমঞ্জিজ বার অ্যান্ড গ্রিল রেস্তোরাঁ এবং একটি ওয়ালমার্ট কেন্দ্রের মালিকদের নাম জড়িয়েছে এই ঘটনার সঙ্গে। বোলিং অ্যালি বার থেকে প্রায় চার মাইল উত্তরে এবং বিতরণ কেন্দ্রটি বারের দক্ষিণে প্রায় দেড় মাইল দূরে অবস্থিত।
লুইস্টন পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই তিন সন্দেহভাজন ব্যক্তির ছবিও বিভিন্ন পুলিশ স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া একটি সাদা এসইউভিও শনাক্ত করা হয়েছে। ছবিতে দেখা গিয়েছে এক লম্বা হাতা শার্ট ও জিন্স পরিহিত এক ব্যক্তি, মুখ ভর্তি দাড়ি, হাতে রাইফেল নিয়ে রয়েছেন। আহতদের ইতিমধ্যেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে ওয়াশিংটনে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বিডেনকে ইতিমধ্যেই গোটা ঘটনা সম্পর্কে জানানো হয়েছে। রাষ্ট্রের পক্ষ থেকে যদি সরকারিভাবে ২২ জনের মৃত্যু নিশ্চিত করে সেক্ষেত্রে ২০১৯ সালের পর এটিই হবে যুক্তরাষ্ট্রে সবচেয়ে মারাত্মক গণহত্যা।
আরও খবর পেতে চোখ রাখুন আমাদের হোয়াটস অ্যাপ চ্যানেলে: https://whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D