সংক্ষিপ্ত

বাংলাদেশে (Bangladesh) আংশিক কার্ফু শিথিল করা হল। বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ের পর সোমবারই, শেখ হাসিনার সরকার কোটা তথা সংরক্ষণ ব্যবস্থার সংস্কার নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

বাংলাদেশে (Bangladesh) আংশিক কার্ফু শিথিল করা হল। বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ের পর সোমবারই, শেখ হাসিনার সরকার কোটা তথা সংরক্ষণ ব্যবস্থার সংস্কার নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

অন্যদিকে, ওপার বাংলায় চলতে থাকা কার্ফু আংশিক শিথিল করা হয়েছে। জানা যাচ্ছে, বুধবার ঢাকা (Dhaka) সহ আরও চার জেলায় ৭ ঘণ্টার জন্য কার্ফু শিথিল করা হয়। অল্প সময়ের জন্য হলেও খোলা হয়েছে অফিস। বিভিন্ন সরকারি এবং বেসরকারি অফিসগুলি মোট চার ঘণ্টা খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। সেইসঙ্গে, খুলেছে পোশাক কারখানাও।

এদিকে দেশের বিভিন্ন ব্যাঙ্কগুলিকে সীমিত সময়ের জন্য খুলতে বলা হয়েছে। বুধবার, কার্ফু আংশিক শিথিল হতেই রাস্তাঘাটে শুরু হয়েছে গাড়ি চলাচল। এমনকি, ঢাকার রাস্তাতেও গাড়ির সংখ্যা অনেকটাই বেড়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হিংসার পরিস্থিতিতে শুক্রবার, রাত থেকেই গোটা বাংলাদেশ জুড়ে কার্ফু জারি করা হয়।

মাঝে যদিও নির্দিষ্ট সময়ের জন্য কার্ফু কিছুটা শিথিল করা হয়। তবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ৩ দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল সেই দেশে। সেই ছুটি আর নতুন করে বাড়ানো হয়নি। তারই মধ্যে বুধবার, মোট চার ঘণ্টার জন্য বিভিন্ন অফিস খুলল ঢাকা সহ বাংলাদেশের আরও চার জেলায়।

একইসঙ্গে বন্ধ থাকা ইন্টারনেট পরিষেবাও পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে মঙ্গলবার থেকে। যদিও কার্ফু শিথিল থাকাকালীনও পদ্মাপারের রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ। সেইসঙ্গে, মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।

সূত্রের খবর, গত কয়েকদিনের হিংসায় বাংলাদেশে মঙ্গলবার পর্যন্ত মোট ৮০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে এখনও পর্যন্ত অন্তত ১৬৮ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।