সংক্ষিপ্ত
আজ আপনাদের পরিচয় করিয়ে দিই এমনই এক শিশুর সঙ্গে, যে ছিল চেন স্মোকার। অর্থাৎ মায়ের কোলে থাকতে থাকতেই সে দিনে ৪০টারও বেশি সিগারেট খেত!
সিগারেট খাওয়া কারো স্বাস্থ্যের জন্য উপকারী নয়। এই সতর্কবার্তা সিগারেটের প্যাকেটেও লেখা থাকে। নানা বিজ্ঞাপনেও মানুষকে সতর্ক করা হয় যাতে তারা ধূমপান না করেন। কিন্তু তা উপেক্ষা করেই ও স্বাস্থ্য বিধি না মেনেই চলতে থাকে ধূমপান। সচরাচর প্রাপ্তবয়স্কদের হাতেই সিগারেট বেশি দেখা যা, বর্তমানে অনেকেই প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই হাতে তুলে নেয় সিগারেটের মতো মারণ নেশার দ্রব্য। কিন্তু তাই বলে মায়ের কোলে থাকাকালীন সিগারেট খায় শিশু, এমন কান্ড কোথাও শুনেছেন কী!
যদি তা না হয়, তাহলে চলুন আজ আপনাদের পরিচয় করিয়ে দিই এমনই এক শিশুর সঙ্গে, যে ছিল চেন স্মোকার। অর্থাৎ মায়ের কোলে থাকতে থাকতেই সে দিনে ৪০টারও বেশি সিগারেট খেত! যে বয়সে শিশুরা দুধ পান করে, সেই বয়সেই ওই শিশু সিগারেট খেত। রীতিমত বড়দের মত সুখটান দিত সে।
ইন্দোনেশিয়ার সুমাত্রায় বসবাসকারী আরদি রিজাল দিনে ৪০-৪০টি সিগারেট খেত। ঘুমানোর সময়, ঘুম থেকে উঠে, খাওয়ার আগে পরে, এমনকী খেলার সময়ও ধূমপান করত। প্রায় ১৩ বছর আগে যখন সে লাইমলাইটে এসেছিলেন, যখন তাঁর ছবি সর্বত্র ভাইরাল হয়েছিল।
কীভাবে আসক্ত হল!
আরদি রিজাল ১৮ মাস বয়সে ধূমপানে আসক্ত হয়ে পড়ে। আপনি হয়তো ভাবছেন এত ছোট শিশু কীভাবে সিগারেটে আসক্ত হতে পারে? আসলে, এটা তার বাবা-মায়ের দোষ। ছোটবেলায় তার বাবা মজা করে শিশুটিকে সিগারেট খাওয়ান। তিনি বেশ কয়েকবার এমনটি করেন এবং ধীরে ধীরে শিশুটি ধূমপানে আসক্ত হয়ে পড়ে। এমন অবস্থা হয় দিনে ৪০টিরও বেশি সিগারেট না খেলে সে ঘুমত না। শেষ পর্যন্ত ইন্দোনেশিয়া সরকার বিষয়টিতে হস্তক্ষেপ করে।
কীভাবে মিটল সমস্যা
শিশুটির মা জানিয়েছেন, তাঁর সন্তানকে ধূমপান ছাড়ানো সহজ ছিল না। আগে ধূমপান ছাড়ানোর জন্য নানা রকম খেলনা দেওয়া হত। তবে তাতেও ভুলত না শিশুটি। শেষ পর্যন্ত, সন্তানকে নিয়ন্ত্রণ করতে, মা তাকে একটি সিগারেট দিতেন। যখন সে ধূমপান ছেড়ে দিল, তখন তার মাথায় ভার হয়ে থাকত, তার বিরক্তি বেড়ে গেল। তার ক্ষিদে বেড়ে যায় এবং সে প্রচুর ফাস্টফুড খেতে শুরু করে। ইন্দোনেশিয়ার চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রি এরপর বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং ২০১৭ সাল নাগাদ সিগারেট ছেড়ে দেওয়ার পর সে সুস্থ হয়ে ওঠে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।