সংক্ষিপ্ত

ভারতের সঙ্গে চিনের সম্পর্ক যে মধুর নয়, তা বৈশ্বিক কূটনীতিতে সর্বজনবিদিত। তাই, ভারতকে বদনাম করার জন্য চিনের শি জিনপিং প্রশাসন যে এমন কাণ্ড ঘটিয়ে থাকতেই পারে, সে কথা একেবারেই অবিশ্বাস্য নয় ।

ভারতের সঙ্গে যাতে পশ্চিমী দেশগুলির সম্পর্ক খারাপ করার জন্যই ফন্দি এঁটে কানাডায় বসবাসকারী খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যা করিয়েছে চিন প্রশাসন? সোশ্যাল মিডিয়ায় এমনই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন চিন দেশীয় ব্লগার জেনিফার জেং। 

সোশ্যাল মিডিয়া হ্যন্ডেল এক্স এ জেনিফার দাবি করেছেন, "কানাডায় হরদীপ সিং নিজ্জর-এর হত্যাকান্ড সিসিপি থেকেই হয়েছে। এটাই অনুমান করা হচ্ছে যে, এই হত্যাকান্ড সিসিপির এজেন্টের মাধ্যমেই করা হয়েছে।" তাঁর এই দাবির বিরুদ্ধে চীনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। 

কানাডায় খালিস্তানি নেতা নিজ্জরের হত্যাকাণ্ডের পর অত্যন্ত তিক্ত হয়ে উঠেছিল সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক। দুই দেশের দূতাবাস থেকেও দেশীয় প্রধানদের বিতাড়িত করা হয়েছিল। ঘটনা সম্পর্কে ভারত সরকারের প্রতিনিধিদের শাস্তির দাবি তুলেছিলেন সেই দেশে বসবাসকারী খালিস্তানি সমর্থকরা, একই অভিযোগ তুলেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো-ও। সেই দোটানার মধ্যে চিনা সাংবাদিকদের এহেন ভিডিও তোলপাড় ফেলে দিয়েছে সারা পৃথিবী জুড়ে। ভারতের সঙ্গে চিনের সম্পর্ক যে মধুর নয়, তা বৈশ্বিক কূটনীতিতে সর্বজনবিদিত। তাই, ভারতকে বদনাম করার জন্য চিনের শি জিনপিং প্রশাসন যে এমন কাণ্ড ঘটিয়ে থাকতেই পারে, সে কথা একেবারেই অবিশ্বাস্য নয় ।