- Home
- World News
- International News
- ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হতে পারে গোটা উপকূল, আলফ্রেডের চোখরাঙানিতে প্রহরগুণছে ২৫ লক্ষ মানুষ
ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হতে পারে গোটা উপকূল, আলফ্রেডের চোখরাঙানিতে প্রহরগুণছে ২৫ লক্ষ মানুষ
দ্রুতগতিতে স্থলভাগের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় আলফ্রেড।

ঘূর্ণিঝড় আলফ্রেড
দ্রুতগতিতে স্থলভাগের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় আলফ্রেড।
শক্তিশালী ঘূর্ণিঝড়
গত ৫০ বছরে এমন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় দেখেনি মহাদেশ।
ক্ষতির আশঙ্কা
ঘূর্ণিঝড় ল্যন্ডফল হলে ক্ষতিগ্রস্ত হতে পরে ২৫ লক্ষ মানুষ। এমনই আশঙ্কা আবহাওয়া বিজ্ঞানীদের।
ঘূর্ণিঝড়ির গতি
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় আলফ্রেড।
ঘূর্ণিঝড়ের শক্তি
আবহাওয়াবিদরা বলছেন, ক্যটাগরি ওয়ান ঘূর্ণিঝড় আলফ্রেড।
আছড়ে পড়র সময়
আছড়ে পড়র সময় এটি অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী শুক্রবার রাত অবথা শনিবার ভোরে আছড়ে পড়তে পারে। আছড়ে পড়ার আগে থেকেই যথেষ্ট তাণ্ডব দেখাবে।
গতিবেগ
আবহাওয়া ব্যুরো জানিয়েছে, কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসে রাতভর ১০০ কিলোমিটারেরও বেশি বেগে বাতাস বয়েছে। তাও তো ঝড়ের অবস্থান এখনও বহু দূরে।
জলোচ্ছ্বাসের আশঙ্কা
ঘূর্ণিঝড়ে উত্তাল হয়েছে সমুদ্র । প্রবল তাণ্ডবের আশঙ্কা করা হচ্ছে গোল্ড কোস্টে । মোটামুটি এক-একটি ঢেউয়ের উচ্চতা ১২.৩ মিটার উঁচু।
বিদ্যুৎ বিভ্রাট
উত্তর নিউ সাউথ ওয়েলসে বইছে তীব্র বাতাস। ভারী বৃষ্টিপাতের জন্য ইতিমধ্যেই ব্যাহত বিদ্যুৎ পরিষেবা। গোল্ড কোস্ট এবং নিউ সাউথ ওয়েলসের ৮২,০০০-এরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে
ব্যাহত বিমান পরিষেবা
বৃহস্পতিবার বিকেল থেকে ব্রিসবেন বিমানবন্দরে বন্ধ করে দেওয়া হয়েছে বিমান ওঠা-নামা। শহরজুড়ে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডে হাজারেরও বেশি এবং উত্তর নিউ সাউথ ওয়েলসের ২৮০টি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

