ভোর ৪ টে বেজে ১৭ মিনিট নাগাদ একটি কম্পন আঘাত হানে।  ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎস। 

রবিবারের পর আবার মঙ্গলবার, ফের ভূমিকম্পের আতঙ্কে তটস্থ নেপাল। বিজয়া দশমীর ভোরে থরথরিয়ে কেঁপে উঠল রাজধানী কাঠমান্ডু! ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুসারে, মঙ্গলবার ভোর ৪ টে বেজে ১৭ মিনিট নাগাদ একটি কম্পন আঘাত হানে। 

মঙ্গলবার ভোরে হওয়া এই কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৪.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে যে, নেপালের রাজধানী কাঠমাণ্ডুর অদূরেই এই ভূমিকম্পের উৎসস্থল। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎস। 

ভোররাতে ভূমিকম্প হওয়ায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের তরফে এলাকা পরিদর্শনের কাজ শুরু হয়েছে। রবিবার, নেপালে ৬.১ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ধাদিং, যা রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৫৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

Scroll to load tweet…