সংক্ষিপ্ত

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে টানা এক বছর ধরে ইজরায়েলের পরিস্থিতি উত্তপ্ত। গাজায় হামলা চালানোর পর এখন লেবানন ও ইরানের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ চলছে।

'৪০০ ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে। ইরান চারিদিকে শুধু সাইরেন আর বুম বুম শব্দ শোনা যাচ্ছিল। তবে এত কিছুর পরেও নিজেকে নিরাপদ মনে করছি। কারণ, আমি যে দেশে থাকি তার নাম ইজরায়েল। প্রতিশোধ মধুর চেয়ে মিষ্টি হবে।' এক নিঃশ্বাসে বলছিলেন তেল আভিভে থাকা এক ভারতীয় যুবতী। স্বামীর কর্মসূত্রে গত বছর ইজরায়েলে গিয়েছেন এই যুবতী। তিনি এখন তেল আভিভে ব্যাঙ্কে চাকরি করেন। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইজরায়েলের পরিস্থিতি চোখের সামনে দেখছেন এই যুবতী। প্রথমে হামাসের হামলার বদলা, তারপর ইরান ও লেবাননের বিরুদ্ধে ইজরায়েলের সেনাবাহিনীর লড়াইয়ের সাক্ষী এই ভারতীয় যুবতী। তিনি এখন তেল আভিভেই আছেন। ইরানের দিক থেকে ক্রমাগত মিসাইল হামলা চললেও, নিরাপদেই আছেন বলে জানালেন এই যুবতী।

বম্বিং শেল্টারে কাটছে রাত

এই ভারতীয় যুবতী জানালেন, ‘একদমই ঠিকঠাক আছি সবাই। কিছুই হয়নি। বাইরে মিসাইলের শব্দ। আমাদের মহালয়ার আগের রাত কাটল বম্বিং শেল্টারে। এর আগে এই অভিজ্ঞতা হয়নি। বম্বিং শেল্টারের পরিবেশ ভূতুড়ে মনে হচ্ছিল। বুধবার মহালয়ার দিনই ইজরায়েলি নববর্ষ। শুক্রবার পর্যন্ত এখানে নববর্ষের উৎসব চলবে। ইরানের সঙ্গে যুদ্ধ চললেও, নববর্ষের উৎসবে কোনওরকম ঘাটতি দেখা যাচ্ছে না। সবাই সেনাবাহিনীর জন্য প্রার্থনা করছে। এরই মধ্যে চলছে উৎসব।’

এখনই দেশে ফিরছেন না

এই ভারতীয় যুবতী জানিয়েছেন, নিরাপত্তার কারণে তিনি নাম প্রকাশ করতে পারছেন না। তাঁরা ভারতীয় দূতাবাসের বার্তার দিকে নজর রাখছেন। তবে আপাতত দেশে ফেরার পরিকল্পনা নেই। কারণ, ইজরায়েলের সেনাবাহিনী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। তবে ইরানের দিক থেকে যেভাবে হামলা চালানো হচ্ছে, তাতে পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

১২ দিনেই হিজবুল্লাহকে ধ্বংস করল ইজরায়েল! গোটা মাস্টার প্ল্যান জানলে অবাক হয়ে যাবেন

একেবারে বাড়িতে হামলা চালাল ইজরায়েল? ইরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার খুনে তৈরি হচ্ছে ধোঁয়াশা

Israel-Iran War: ইজরায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতি, ভারতীয়দের সতর্কবার্তা বিদেশমন্ত্রকের