- Home
- World News
- International News
- সিডনি বিচে হত্যাকারী বাবা-ছেলের পাকিস্তানি যোগ স্পষ্ট, দুজনেই অনুগামী এই জঙ্গি সংগঠনের
সিডনি বিচে হত্যাকারী বাবা-ছেলের পাকিস্তানি যোগ স্পষ্ট, দুজনেই অনুগামী এই জঙ্গি সংগঠনের
অস্ট্রেলিয়া গুলিকাণ্ডে দুই ঘাতক হল বছর ৫০এর সাজিদ আক্রম ও তার পুত্র ২৪ বছরের নবিদ আক্রম। সিডনির বন্ডি সমুদ্র সৈকতে আচকমাই নির্বিচারে গুলি চালিয়ে ১৫ জন নিরস্ত্র মানুষকে হত্যা করেছে পিতা-পুত্র।

অস্ট্রেলিয়া গুলিকাণ্ড
অস্ট্রেলিয়া গুলিকাণ্ডে দুই ঘাতক হল বছর ৫০এর সাজিদ আক্রম ও তার পুত্র ২৪ বছরের নবিদ আক্রম। সিডনির বন্ডি সমুদ্র সৈকতে আচকমাই নির্বিচারে গুলি চালিয়ে ১৫ জন নিরস্ত্র মানুষকে হত্যা করেছে পিতা-পুত্র। দুই হত্যাকারীর সঙ্গে পাকিস্তানের যোগ স্পষ্ট।
অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার দাবি
অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা আসিও -সূত্রে জানা গিয়েছেন, দুই হত্যাকারী খুব সম্ভবত পাকিস্তানের নাগরিক বা পাকিস্তান বংশোদ্ভূত। পাকিস্তানের সঙ্গে তাদের যোগ রয়েছে। পরবর্তীকালে তারা পাকিস্তান ছেড়ে অস্ট্রেলিয়ায় ডেরা তৈরি করে।
অস্ট্রেলিয়ার পুলিশের দাবি
সিডনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের অন্তর্ভুত। এই প্রদেশের পুলিশ জানিয়েছে বন্ডি বিচে হামলার সঙ্গে সরাসরি যুক্ত বাবা ও ছেলে। এই ঘটনায় এখনও পর্যন্ত তৃতীয় ব্যক্তির যোগ তারা পাননি। শুধু বন্দুক নিয়ে হামলাই নয়, বিস্ফোরণের ছকও ছিল বলে অনুমান। কারণ হামলা-স্থল থেকে কিছু দূরেই দুটি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সেগুলি দ্রুত নিস্ক্রিয় করা হয়।
সন্ত্রাসবাদী যোগ
অস্ট্রেলিয়ার পুলিশ আরও জানিয়েছে, বাবা ও ছেলের সঙ্গে জঙ্গি যোগের তথ্য তাদের হাতে রয়েছে। দুজনেই সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটস বা আইএস-এর অনুগামী। কারণ তাদের গাড়ি থেকে উদ্ধার হয়েছে জঙ্গি সংগঠনের পতাকা।
৬টি আগ্নেয়াস্ত্র
পুলিশ জানিয়েছে বাবা ও ছেলের কাছে ৬টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল। সমুদ্র সৈকতে হামলার ঘটনায় তারা প্রত্যেকটা আগ্নেয়াস্ত্রই ব্যবহার করেছে। রবিবার ছুটির দিন টানা ১০ মিনিট ধরে সিডনির বন্ডি বিচে নির্বিচারে গুলি চালিয়ে ১৫ জনকে হত্যা করে বাবা ও ছেলে। পুলিশের গুলিতে মৃত্যু হয় ঘাতক পিতার। গুরুতর আহত ছেলে।

