
'সুদখোর' ইউনূসের 'গোপন প্ল্যান' ফাঁস করলেন হাসিনা!
Sheikh Haina Latest News : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রকাশিত একটি অডিও বার্তায় সেন্ট মার্টিন দ্বীপ ও ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে কড়া মন্তব্য করেছেন। বার্তায় তিনি বলেন, “সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকা চেয়েছিল, কিন্তু আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাতে সম্মত হননি, এবং তাঁকে জীবন দিতে হয়েছে। আমিও সেই পথেই চলেছি। ক্ষমতার জন্য দেশ বিক্রির চিন্তা কখনোই করিনি।” ড. ইউনূসকে ইঙ্গিত করে তিনি বলেন, “একজন ব্যক্তি আজ বিশ্বে সম্মানিত, কিন্তু দেশে এসে কী করছেন? ১৯৯৬ সালে আমি তাঁকে সাহায্য করেছিলাম। গ্রামীণ ব্যাংকে টাকা নেই বলে দাবি করলেও, পরে দেখা যায় টাকা সরিয়ে রাখা হয়েছে।” প্রধানমন্ত্রী অভিযোগ করেন, “৪০০ কোটি টাকা বন্যার সময় দেওয়া হলেও তার কোনো হদিস নেই। ইউনূস প্রতারণা করেছেন। ৬০০০ টাকা বেতনে চাকরি শুরু করা ব্যক্তি আজ হাজার হাজার কোটি টাকার মালিক হলেন কীভাবে, সেটি প্রশ্নযোগ্য।”