
India exposes Pakistan at UN : নিজের জালে জড়িয়ে ছটপট পাকিস্তানের! রাষ্ট্রপুঞ্জে ধুয়ে দিল ভারত
India exposes Pakistan at UN : UNOCT-তে পহেলগাম হামলা নিয়ে ভারতের কড়া বার্তা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী সংহতির প্রশংসা
India exposes Pakistan at UN : জাতিসংঘের সন্ত্রাস দমন দপ্তর (UNOCT)-এ দেওয়া বক্তব্যে পহেলগাঁও সন্ত্রাসী হামলা প্রসঙ্গে ভারতের উপ-স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত যোজনা প্যাটেল জানান, “জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এ সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায় যে দৃঢ় সংহতি ও সমর্থন জানিয়েছে, ভারত তা গভীরভাবে মূল্যায়ন করে।” তিনি বলেন, এটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী শূন্য সহনশীলতার এক স্পষ্ট প্রমাণ।
রাষ্ট্রদূত প্যাটেল উল্লেখ করেন, “২০০৮ সালের ২৬/১১ মুম্বাই হামলার পর পহেলগাঁও হামলায় সবচেয়ে বেশি বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।” সীমান্ত সন্ত্রাসবাদের দীর্ঘস্থায়ী অভিঘাতের অভিজ্ঞতার ভিত্তিতে ভারত জানে, এই ধরনের হামলার পরিণতি কেবল নিহতদের ওপর নয়, গোটা সমাজের ওপর গভীরভাবে প্রভাব ফেলে।
তিনি আরও বলেন, “সকল ধরণের সন্ত্রাসবাদের দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানানো উচিত। ভিকটিমস অফ টেররিজম অ্যাসোসিয়েশন (VoTAN)-এর মতো উদ্যোগ ভুক্তভোগীদের জন্য একটি নিরাপদ, কাঠামোগত জায়গা তৈরি করবে, যেখানে তাদের কণ্ঠস্বর শোনা ও স্বীকৃত হবে।” ভারতের মতে, এই ধরনের আন্তর্জাতিক উদ্যোগ সন্ত্রাসের বিরুদ্ধে সম্মিলিত প্রতিক্রিয়া আরও কার্যকর করে তুলবে এবং ভুক্তভোগীদের প্রাধান্য দেওয়ার মাধ্যমেই একটি মানবিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে।