Iran Israel News LIve: কার্যত, জোরালো প্রত্যাঘাত হানল ইরান। ইজ়রায়েলকে রীতিমতো পাল্টা জবাব দিল ইরান।  

Iran Israel News LIve: পাল্টা আঘাত! এবার ইজ়রায়েলকে রীতিমতো পাল্টা জবাব দিল ইরান। কার্যত, জোরালো প্রত্যাঘাত হানল তারা (israel iran news)। শুক্রবার রাতে, নতুন করে ইরানের রাজধানী তেহরানে হামলা শুরু করে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইজরায়েল সরকার। কিন্তু একেবারেই পরে চুপ করে বসে থাকেনি ইরান। 

রাতেই শুরু হয়ে গেল পাল্টা আক্রমণ। ইজ়রায়েলের রাজধানী তেল আভিভের অন্তত ৭টি জায়গায় জায়গায় জোরালো ক্ষেপণাস্ত্র হানা চালাল ইরান। ইজরায়েলের সামরিক সূত্র মারফত জানা যাচ্ছে, তেল আভিভ এবং তার পার্শ্ববর্তী অন্তত একাধিক জায়গায় এক ডজন ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। 

Scroll to load tweet…

খবর আসছে, ইরানের লক্ষ্য ছিল ইজরায়েলের সামরিক ঘাঁটিগুলি। শুক্রবার, এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে জেরুজালেম এবং তেল আভিভে। এই হামলায় এখনও পর্যন্ত, কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। ইজ়রায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবার তরফ থেকে জানা গেছে “তেল আভিভে এখনও পর্যন্ত ৫ জন আহত হয়েছেন এবং তাদের প্রত্যেককে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।”

Scroll to load tweet…

জেরুজালেম এবং তেল আভিভের বিভিন্ন এলাকায় ঘন ঘন সাইরেনের শব্দ শোনা যাচ্ছে

সেই সমস্ত এলাকার বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে ইজরায়েলের আকাশ পুরো কালো ধোঁয়ায় ভরে গেছে। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষজন। 

মুখ খুললেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু 

তিনি জানিয়েছেন, "ইজ়রায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’-এর একমাত্র লক্ষ্য হল পারমাণবিক এবং ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলাকে ব্যর্থ করা।” এদিকে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা ইজ়রায়েলের দিকে আসা ক্ষেপণাস্ত্রগুলিকে আটকাতে সাহায্য করছে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গেছে, শুক্রবার আমেরিকার দুজন আধিকারিক বলেছেন, ইজ়রায়েলের দিকে উড়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্রগুলিকে ধ্বংস করতে সাহায্য করছে মার্কিন সেনাবাহিনী।

ইজ়রায়েলি সেনাবাহিনী দাবি করেছে, শুক্রবার রাতে ইরান ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজ়রায়েলের উপর। তার ফলে সামান্য ক্ষতি হয়েছে সেই দেশের। ইজ়রায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি ডিফ্রিন জানিয়েছেন, “ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলিকে মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে, তার ধ্বংসাবশেষ উড়ে এসেই ক্ষতি হয়েছে। এই আক্রমণ এবং প্রতিআক্রমণ অনেক রাত অবধি চলতে পারে। তাই সাধারণ মানুষকে আপাতত নিরাপদ আশ্রয়েই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।”

আহত হয়েছেন কতজন?

জানা গেছে, ইরানের এই হামলায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। সূত্র মারফত জানা গেছে তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। এখনও পর্যন্ত তেল আভিব সৌরাস্কি মেডিক্যাল সেন্টার, সেবা তেল হাশোমার মেডিক্যাল সেন্টার এবং রবিন মেডিক্যাল সেন্টারে মোট ৪০ জন ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা চলছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।