- Home
- World News
- International News
- Israel - Palestine conflict: শিশুদের কবরস্থান গাজা, ইজরায়েলের হামলার বলি সাড়ে ৩ হাজার শিশু
Israel - Palestine conflict: শিশুদের কবরস্থান গাজা, ইজরায়েলের হামলার বলি সাড়ে ৩ হাজার শিশু
ইজরায়েল - প্যালেস্টাইন যুদ্ধের ২৫ দিন অতিক্রম হয়েছে। ইতিমধ্যেই শুধুমাত্র গাজায় যুদ্ধের বলি প্রায় ৩ হাজার ৬০০ শিশু।
| Published : Nov 02 2023, 06:47 PM IST
- FB
- TW
- Linkdin
যুদ্ধের বলি শিশু
গাজার হামাস পরিচালিত স্বস্থ্য মন্ত্রক জানিয়েছে ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত ৩৬০০ জন শিশু মারা গিয়েছে।
মৃত্যু ইজরায়েলেও
নিহত ইজরায়েলি শিশুর হামাসের হামলায় ইজরায়েলেও শিশুদের মৃত্যুর ঘটনা ঘটছে। এখনও পুর্যন্ত ১৪০০ জনের মৃত্যু হয়েছে।
গাজায় ধ্বংসযজ্ঞ
হামাস স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে বিমান হামলা, বিস্ফোরণ, রকেট হামায়, আগ্নিকাণ্ডে শিশুদের মৃত্যু হয়েছে। অনেক শিশুর মৃত্যু হয়েছে বাড়ি ভেঙে পড়ে।
গির্জায় হামলা
হামাস জানিয়েছে, প্যালেস্টাইনিয়রা গির্জা বা মসজিদকে নিরাপদ বলে মনে করেছিল। তাই সেখানেও তারা আশ্রয় নিয়েছিল। কিন্তু ইজরায়েল বাহিনী সেখানেও হামলা চালিয়েছে। যাতে বাড়ছে মৃত্যু সংখ্যা।
শিশু মৃত্যুর হার
নিহতের বড় অংশই শিশু গাজা স্ট্রিপে প্রায় দুই কোটিরও বেশি মানুষ, যার অর্ধেকের বেশি ১৮ বছরের বয়সী। নিহতদের মধ্যে প্রায় ৪০ শতাংশই শিশু।
ভয়ঙ্কর তথ্য
হামাস স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী ২৬ অক্টোবর পর্যন্ত ১২ বছর বা তারও কম বয়সী ২ হাজারের বেশি শিশুর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৬১৫ জনই তিন বছরের নিচে।
ইজরায়েলের বিমান হামলা
হামাসের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর সময়ই ইজরায়েল সাধারণ মানুষের ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে রকেট দিয়ে। ৫০০টিরও বেশি রকেট গাজার সাধারণ মানুষের ক্ষতি করেছে।
গত বছরে মৃত্যু
গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে গত বছর ধরেই ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ হচ্ছে। তাতে কমপক্ষে ২৯৮৫ জন শিশুর মৃত্যু হয়েছে।
গাজা শিশুদের কবরস্থান
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেছেন, গাজা হাজার হাজার শিশুর কবরস্থানে পরিণত হয়েছে।
যুদ্ধের গাজায় মৃত্যু
গাজায় ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত ৮৮০০ জনের মৃত্যু হয়েছে।যুদ্ধের জন্য ইজরায়েল আর হামাস একে অপরের ওপর ঘাড়ে দায় চাপাচ্ছে।