- Home
- World News
- International News
- Israel - Palestine War: ১ বছর আগেই হামাসের হামলার কথা জানত ইজরায়েল, প্রশ্ন তারপরেও কেন ব্যবস্থা নেয়নি
Israel - Palestine War: ১ বছর আগেই হামাসের হামলার কথা জানত ইজরায়েল, প্রশ্ন তারপরেও কেন ব্যবস্থা নেয়নি
- FB
- TW
- Linkdin
হামাসের হামলা-
৭ অক্টোবর হামাস ইজরায়েল লক্ষ্য করে স্থল -জল- আকাশ পথে হামলা চালিয়েছিল। এক যোগে হামলায় প্রায় বিপর্যস্ত হয়েছিল ইজরায়েল।
হামলার ঘটনা জানত
সম্প্রতি নিউ ইয়র্ক টাইম-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে এই হামলার ঘটনা যে ঘটবে তা প্রায় এক বছর আগে থেকেই জানত ইজরায়েল সেনা। মৃত্যু হয়েছিল ১২০০ জনের।
বিস্তারিত রিপোর্ট
রিপোর্টে বলা হয়েছে ইজরায়েলের গোয়েন্দারা হামাসের হামলার একটি ব্লু প্রিন্ট দেখেছিল।
ইজরায়েলের গোয়েন্দা
ইজরায়েলের গোয়েন্দারা সেই কারণে একটি ৪০ পৃষ্ঠার যুদ্ধ পরিকল্পনা পাশ করেছিল। কিন্তু সেনা বাহিনী সেটিতে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছিল।
রিপোর্টে দাবি
প্রতিবেদনে একটি নথির উদ্ধৃতি দেওয়া হয়েছে, যার কোডনাম "জেরিকো ওয়াল" যেখানে গ্লাইডারদের গাজা থেকে ইসরায়েলে প্রবেশের পরিকল্পনা রয়েছে।
ইজরায়েল জানত ড্রোন হামলার কথা
রিপোর্টে বলা হয়েছে সীমান্ত স্বয়ংক্রিয় মেশিনগান ও ড্রোন হামলা হতে পারে বলেও সেই ব্লুপ্রিন্টে দাবি করা হয়েছিল।
রিপোর্টে গা করেনি কর্মকর্তারা
রিপোর্টে আরও বলা হয়েছিল হামাসের এই পরিকল্পনা জানার পর ইজরায়েলের গোয়েন্দা ও সেনার একাংশ প্রভাবিত হয়েছিল। তারা ব্যবস্থা নেওয়ার দাবি করেছিল। কিন্তু কর্তৃপক্ষের একাংশ এতে কর্ণপাত করেনি। যারা হামালার এই শক্তির কথা মানতে রাজি ছিল না।
গত তিন বছর ধরেই উত্তপ্ত গাজা
গত তিন বছর ধরেই ইজরায়েল আর প্যালেস্টাইন যুদ্ধে উত্তপ্ত গাজা ভূখণ্ড। কিন্তু এর আগে হামাসরা এমন পরিকল্পিত হামলা চালায়নি।
যুদ্ধের বলি
ইজরায়েল হামাস যুদ্ধে প্যালেস্টাইনের গাজা উপত্যকায় ১৪০০০ মানুষের মৃত্যু হয়েছে।
যুদ্ধ বিরতি
সম্প্রতি কাতারের মধ্যস্থতার ইজরায়েল ও হামাস যুদ্ধি বিরতি চুক্তিতে রয়েছে। পণবন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে।