সংক্ষিপ্ত
বিয়ের দিনে স্তন দেখানো জামা পরতে চেয়েছিলেন ২১ বছরের সুন্দরী তন্বী। সেই স্বপ্নেই অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। কিন্তু, তার ফল হল মর্মান্তিক!
নিজের প্রাকৃতিক স্তন নিয়ে যথেষ্ট সন্তুষ্ট ছিলেন না ইতালির অ্যালেসিয়া। দীর্ঘ দিনের প্রেমিককে বিয়ে করার বিশেষ অনুষ্ঠানে স্তন দেখানো পোশাক পরতে চেয়েছিলেন ২১ বছরের বিউটিশিয়ান তন্বী। স্তনের আকার বড় করার জন্য প্লাস্টিক সার্জারির সাহায্য নিতে চেয়েছিলেন তিনি। সেই সাহায্য নেওয়ার ফলই হল মর্মান্তিক!
বিয়ের আগে স্তন প্রতিস্থাপন অস্ত্রোপচার করার পর হৃদরোগের আক্রমণে মৃত্যু হল ২১ বছর বয়সি তরুণীর। ইটালির অ্যালেসিয়া নেবেসু (Alessia Nebesu) নামের এই সুন্দরী লো কাট পোশাকে নিজেকে সুন্দর দেখানোর জন্যই স্তন প্রতিস্থাপন করিয়েছিলেন বলে জানা গেছে।
সেপ্টেম্বর মাসে ইতালির একটি হাসপাতালে প্লাস্টিক সার্জারি করানোর জন্য ভর্তি হন অ্যালেসিয়া। অস্ত্রোপচারের আগে তাঁর শরীরে অনেকগুলি পরীক্ষা-নিরীক্ষাও করা হয়। এরপর তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানান চিকিৎসকরা। সেই দিনেই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কয়েক দিনের মধ্যেই অ্যালেসিয়ার প্রচণ্ড জ্বর আসে। সর্দি-কাশি, মাথাব্যথা, পেটের সমস্যা সহ বিভিন্ন রোগে একসাথে আক্রান্ত হন তিনি। শারীরিক অবস্থা হঠাৎ করেই ব্যাপক সঙ্কটজনক হয়ে ওঠে, পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করান। ওই হাসপাতালের চিকিৎসকেরা জানান যে, অ্যালেসিয়ার কিডনি বিকল হতে শুরু করেছে। রক্তে শ্বেতকণিকার সংখ্যা কমে ১৭০০০-তে নেমে এসেছে। শ্বাস নিতেও সমস্যা শুরু হয়। শরীরে আলট্রাসাউন্ড আর সিটিস্ক্যান করানোর পর চিকিৎসকেরা বুঝতে পারেন যে, অ্যালেসিয়া নেবেসুর ফুসফুস একেবারে দুর্বল হয়ে গেছে। খুব দ্রুত চিকিৎসা শুরু করা হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে ভর্তি করানোর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ২১ বছরের তরুণীর।
অ্যালেসিয়া যে হাসপাতালে স্তনের অস্ত্রোপচার করিয়েছিলেন, সেই হাসপাতালের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।