
গীতায় হাত রেখে নিলেন শপথ, প্রথম হিন্দু FBI ডিরেক্টর হলেন কাশ প্যাটেল
Kash Patel sworn in as FBI director : গীতায় হাত রেখে নিলেন শপথ, আমেরিকায় এই প্রথম হিন্দু এফবিআই ডিরেক্টর হলেন কাশ প্যাটেল। ভগবদ গীতায় হাত রেখে শপথ নিলেন কাশ প্যাটেল। ইউএস অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি তাকে শপথ বাক্য পাঠ করালেন।