সংক্ষিপ্ত

ব্র্যাম্পটনের হিন্দু মন্দির আক্রমণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পিল রিজিওনাল পুলিশ (পিআরপি)।

কানাডায় খালিস্তানি বিক্ষোভের মূল সংগঠক ইন্দরজিৎ গোসালকে শুক্রবারে গ্রেফতার করেছে কানাডিয়ান পুলিশ। ব্র্যাম্পটনের হিন্দু মন্দির আক্রমণের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পিল রিজিওনাল পুলিশ (পিআরপি)।

সিখ ফর জাস্টিস (এসএফজে)-এর জেনারেল কাউন্সেল গুরপতন্ত পান্নুর লেফটেন্যান্ট হিসেবে পরিচিত গোসাল। খালিস্তান টাইগার ফোর্স (কেটিএফ) নেতা হারদীপ সিং নাজ্জারের সহযোগী ছিলেন তিনি। ২০২৩ সালের ১৮ জুন ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে নাজ্জার নিহত হওয়ার পর গোসাল গণভোটের প্রধান কানাডিয়ান সংগঠকের দায়িত্ব গ্রহণ করেন।

সম্প্রতি মন্দির চত্বরে ঢুকে খালিস্তান সমর্থকরা হামলা চালায়। সেখানে উপস্থিতদের উপর হামলা চালানো হয়। হিন্দু মহাসভা মন্দিরের সামনে হামলার ঘটনায় কানাডার মন্ত্রী অনিতা আনন্দ উদ্বেগ প্রকাশ করেছিলেন।

হিন্দু সহ সকল ধর্মের মানুষের তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার আছে বলে মন্তব্য করেন অনিতা আনন্দ। এর আগে খালিস্তান সংগঠনের মিছিলে কানাডিয়ান পুলিশের এক কর্মকর্তার অংশগ্রহণ ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। ওই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলে পরে জানায় কানাডা।

অস্ত্র ব্যবহার করে হামলার ঘটনায় ৮ নভেম্বর গোসালকে গ্রেফতার করা হয় এবং জামিনে মুক্তি দেওয়া হয় বলে কানাডিয়ান পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে। তাকে ব্র্যাম্পটনের অন্টারিও আদালতে হাজির করা হবে বলেও জানিয়েছে পিল রিজিওন পুলিশ। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।