সংক্ষিপ্ত

মালদ্বীপের বিধ্বংসী আগুন। পুড়ে মৃত্যু হল ১০ জনের । যাদের মধ্যে ৯ জনই ভারতীয়, একজন বাংলাদেশী। ৪ ঘণ্টা লেগেছে আগুন নেভাতে।

মালদ্বীপের ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হল ১০ জনের। যারমধ্যে ৯ জনই ভারতীয়। মালদ্বীপ ফায়ার সার্ভিস জানিয়েছে রাজধানী মালেতে বিদেশী কর্মীদের ছোট ঘিঞ্জি বাসস্থানে বৃহস্পতিবার আগুন লাগে। ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়েছে। মালদ্বীপ - বিশ্বের পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র। রাজধানী মালে বিশ্বের সবথেকে ঘনবসতিপূর্ণ শহরগুলির মধ্যে একটি।

মালদ্বীপ প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি বাড়ির উপরের তলা। সেখানথেকেই ১০টি দেহ উদ্ধার করা হয়েছে। বাড়িটির নিচের তলায় একটি গাড়ি মেরামতির গ্যারাজ ছিল। সেখানে থেকেই আগুন লেগেছে বলে মনে করছে স্থানীয় প্রশাসন। দমকল বাহিনী জানিয়েছেন আগুন নেভাতে তাদের প্রায় ৪ ঘণ্টা সময় লেগেছে। তারা ১০টি দেহ উদ্ধার হয়েছে। প্রশাসনের কর্তারা জানিয়েছে, আগুনে পুড়ে ১০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৯ জন ভারতীয়। আর একজন বাংলাদেশের নাগরিক।

স্থানীয়দের কথায় মালদ্বীপে বিদেশি শ্রমিকদের থাকার সমস্যা রয়েছে। একটি ছোট্ট ঘধরেই গাদাগাদি করে অনেকে থাকে। বৃহস্পতিবার তেমনই একটি ঘরে আগুন লাগে। যেখানে ১০ জনেরই বেশি মানুষ একসঙ্গে ছিল। একটি ছোট্ট ঘর ছিল বিদেশি শ্রমিকদের থাকার জায়গা। নিচের তলায় ছিল গ্যারাজ। কোথা থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে অগ্নিনির্বাপন ব্যবস্থা না থায়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলেও জানিয়েছে স্থানীয়রা।

মালদ্বীপে ভারতীয় হাই কমিশন মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছে। বলেছে, 'মালেতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা শোক প্রকাশ করছি। এই ঘটনা খুবই দুঃখজনক। নিহতেদের মধ্যে রয়েছে ভারতীয়রাও।'

এই অগ্নিকাণ্ডের ঘটনাকে মালদ্বীপ সরকারের বিরুদ্ধে হাতিয়ার করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তারা বিদেশি কর্মীদের সঙ্গে সঠিক আচরণ না করারও তীব্র সমালোচনা করেছে। মালদ্বীপে যে পরিমাণ পুরুষ শ্রমিক রয়েছে তার প্রায় অর্ধেকই বিদেশি। যারমধ্যে অধিকাংশ ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা আর বাংলাদেশের নাগরিক। কোভিড ১৯এর মহামারির সময় এই বিদেশি শ্রমিকদের দরিদ্র ও নিম্নমানের জীবনযাত্রার অবস্থা প্রকাশ্যে এসেছিল। কারণ সেই সময় বিদেশি কর্মীদের মাধ্যমে সংক্রমণ প্রায় তিন গুণ ছড়িয়েছিল।

আরও পড়ুনঃ

রাজা চার্লসকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারল এক ছাত্র, বলল 'ইনি আমার রাজা নন'

গুজারেট বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ, ১০০ জনের তালিকায় নাম নেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর

হিমাচলে প্রচারের শেষ দিনে কংগ্রেসের তুরুপের তাস সেই প্রিয়াঙ্কা, ৬৮ বিধানসভা একসঙ্গে ভোট প্রচার