সংক্ষিপ্ত
ইরজায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, হিজবুল্লার ছোঁড়া রকেটগুলির অধিকাংশই আয়রন ডোম দিয়ে বাধা দেওয়া হয়েছে।
হামলার পাল্টা হামলা, রকেটের পাল্টা রকেট। বিধ্বস্ত ইউরোপ। সোমবার লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ ইজরায়েল লক্ষ্য করে ৯০টিরও বেশি রকেট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। সাধারণ নাগরিক এলাকা লক্ষ্য করেই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। যার কারণে সাধারণ নাগরিকদের বাড়ি-ঘর, যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে। ইরজায়েল জানিয়েছে এই হামলায় একটি শিশু-সহ চার জনের মৃত্যু হয়েছে।
ইরজায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, হিজবুল্লার ছোঁড়া রকেটগুলির অধিকাংশই আয়রন ডোম দিয়ে বাধা দেওয়া হয়েছে। তবে কিছু হাইফা উপসাগরের জনবহুল এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। ইজরায়েলের প্রতিরক্ষা দফতর জানিয়েছে, গ্যালিলি এলেকায় রকেট ছোঁড়া হয়েছিল। যারমধ্যে কয়েকটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বাঁধা দেওয়া হয়েছে। অন্যদিকে কয়েকটি রকেট কারমিল এলাকার কাছের শহরে আছড়ে পড়েছে।
এই ঘটনার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে রকেট হামলার কারণে প্রায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছি ইজরায়েলের। দাঁউ দাউ করে জ্বলছে গাড়ি। কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারদিক।
বিমান হামলার কিছুক্ষণ পরেই ইজরায়েল প্রশাসন দাবি করেছে, সম্প্রতি হামলায় ব্যবহৃত হিজবুল্লার রকেট লঞ্চার ড্রোন হামলায় ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে এটাই যে ইজরায়েলের ওপর সবথেকে বড় রকেট হামলা তা আর বলার অপেক্ষা রাখে না। বেঞ্জামিন নেতানিয়াহু এই কথা স্বীকার করে নিয়েছে। এর আগে ইজরায়ের ত্রাস ছিল পেজার হামলা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।