- Home
- World News
- International News
- রঙিন হয়ে উঠল বর্ষবরণের রাত, পৃথিবীতে সর্বপ্রথম ২০২৩-কে স্বাগত জানাল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড
রঙিন হয়ে উঠল বর্ষবরণের রাত, পৃথিবীতে সর্বপ্রথম ২০২৩-কে স্বাগত জানাল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড
- FB
- TW
- Linkdin
দেখতে দেখতে শেষ হয়ে গেল ২০২২। করোনা, মহামারী, যুদ্ধ, সুস্থতা, জি২০, সমস্ত সুবিধা অসুবিধা মিলিয়ে কেটে গেল ৩৬৫ দিন।
নতুন বছরকে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছেন সারা বিশ্বের মানুষ। দিকে দিকে আয়োজিত হয়েছে বর্ষবরণের উৎসব, উদযাপন, আনন্দ, হইহুল্লোড়।
আসন্ন ২০২৩ যখন সারা বিশ্বের কাছে এখনও পর্যন্ত একটি ‘আগামী’ পর্ব, তখন ইতিমধ্যেই ২০২৩-কে পেয়ে গিয়েছেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মানুষ।
সময় অনুযায়ী অস্ট্রেলিয়ায় পার হয়ে গিয়েছে রাত দুটো। অর্থাৎ, ৩১ ডিসেম্বর রাত বারোটা পেরিয়ে ১ জানুয়ারি ২০২৩-এ পা রেখেছে ক্যাঙ্গারুর দ্বীপ।
আতসবাজির আলোয় মোহময় হয়ে উঠেছে সিডনির আকাশ। রাতের অন্ধকারে আলোকোজ্জ্বল রাস্তায় আনন্দের গান গাইছেন দেশের মানুষ।
ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে আনন্দ উদযাপনের ছবি। একই ছবি ধরা পড়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরেও।
নববর্ষের আলোআঁধারিতে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন সাধারণ মানুষ। প্রত্যেকের মুখে ধরা পড়ছে উৎসবের উন্মাদনার ছাপ। দেশের বিদেশ মন্ত্রকের তরফেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে বর্ষবরণের উজ্জ্বল ছবি।
সারা বিশ্বের সবচেয়ে আগে ২০২৩-কে বরণ করে নেওয়ার আনন্দে মাতোয়ারা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।