৭৯ বছর বয়সে জীবনাবসান পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ। বিরল রোগে আক্রান্ত হয়ে আগামী নয় মাস ভর্তি ছিলেন দুবাইয়ের 'আমেরিকান হসপিট্যাল' নামের একটি হাসপাতলে। গত কয়েক সপ্তাহ ধরেই শারীরিক অবস্থার অবনতি ঘটে পারভেজের। রবিবার সকালে দুবাইয়ের হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন প্রেসিডেন্ট। ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেছিলেন পারভেজ।২০১৯ সালে দেশদ্রোহিতার অভিযোগ উঠে জেনারেল পারভেজ মুশারফের বিরুদ্ধে। মৃত্যুদণ্ডের সাজাও ঘোষণা করা হয়। পরবর্তীকালে অবশ্য সেই সাজা বাতিল করা হয়।