সংক্ষিপ্ত
পারভেজ মোশারফের মৃত্যুতে শোকজ্ঞাপন করে তিনি টুইটারে পোস্ট করলেন শশী থারুর।
প্রাক্তন পাক প্রেসিডেন্টের মৃত্যুতে শোক প্রকাশ করলেন কংগ্রেস নেতা শশী থারুর-সহ একাধিক পাক নেতা নেতৃ। পারভেজ মোশারফের মৃত্যুতে শোকজ্ঞাপন করে তিনি টুইটারে পোস্ট করলেন শশী থারুর। টুইটবার্তায় থারুর লিখেছেন,'বিরল রোগে আক্রান্ত হয় প্রয়াত পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মোশাররফ। একসময় ভারতের অন্যতম শত্রু ছিলেন তিনি। আমি প্রায় প্রতি বছরই তাঁর সঙ্গে দেখা করতাম। ওঁর চিন্তাধারা পরিষ্কার এবং কৌশলগত।' প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছ সেনাবাহিনীর পক্ষ থেকেও। সেনাবাহিনীর মিডিয়া উইং দ্বারা প্রকাশিত একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘সিনিয়র সামরিক প্রধানরা জেনারেল পারভেজ মোশাররফের দুঃখজনক মৃত্যুতে আন্তরিক শোক প্রকাশ করেছেন। আল্লাহ মরহুমের আত্মার মাগফেরাত দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে শক্তি দিন।’
এছাড়াও প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মোশারফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আরিফ আলভিও। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। রাষ্ট্রপতির সচিবালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'রাষ্ট্রপতিও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি এই শোক সহ্য করার জন্য দোয়া করেন।' সিনেট চেয়ারম্যান সাদিক সানজরানি প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁর কথায়,'ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি প্রদাণ করুক।' অন্যদিকে পিটিআই নেতা এবং প্রাক্তন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন,'মোশাররফ একজন মহান ব্যক্তি ছিলেন যার আদর্শ ছিল সর্বদা পাকিস্তানকে প্রথম রাখা।'
৭৯ বছর বয়সে জীবনাবসান পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ। গত কয়েক সপ্তাহ ধরেই অসুস্থ ছিলেন তিনি। দীর্ঘ ন'মাস ধরে ভর্তি ছিলেন দুবাইয়ের হাসপাতালে। রবিবার সকালে দুবাইয়ের হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৯ বছর বয়সী প্রাক্তন পাক প্রেসিডেন্ট। গত কয়েক সপ্তাহ ধরে দুবাইয়ের 'আমেরিকান হসপিট্যাল'-এ ভর্তি ছিলেন তিনি। সূত্রের খবর 'অ্যামিলয়ডোসিস' নামে বিরল রোগে আক্রান্ত ছিলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট। একদিকে আর্থিক সংকটে জেরবার ছিল পাকিস্তান। তার মধ্যে পাক প্রেসিডেন্টের মৃত্যু যেন আরও এক বড় ধাক্কা পাকিস্তানের কাছে।
আরও পড়ুন -
পাক সরকারের কোপ এবার উইকিপিডিয়া , বিষয়বস্তু নিয়ে আগেই দিয়েছিল হুঁশিয়ারি
শিরদাঁড়া ভাঙছে পাকিস্তানের, আইএমএফের যাবতীয় শর্ত মানতে প্রস্তুত পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ