৪৪ বিলিয়ন ডলার ভারতীয় মূল্য অর্থাৎ ৪.৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কিনে নিয়েছেন এলন মাস্ক। তারপরই টুইটারের ভবিষ্যৎ নিয়ে উদ্ধেগ প্রকাশ করেছেন সংস্থার চিফ এক্সিকিউটিভ পরাগ আগরওয়াল। এলন মাস্ক বলেছেন, কথা বলার স্বাধীনতার কার্যকরী গণতন্ত্রের একটি অত্যতম ভিত্তি। টুইটার হল ডিজিয়াল টউন স্কোয়ার যেখানে মানবতার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিতর্ক হয়।