সংক্ষিপ্ত

যদি বিদেশে থাকার বদলে আপনাকেই ভারতীয় মুদ্রায় ২৫ লক্ষ টাকা দেওয়া হয়, তাহলে কেমন হবে ? সেই অফার আশা করি কেউ উপেক্ষা করতে পারবে না। আসুন দেরি না করে জেনে নিই বিস্তারিতভাবে।

বিদেশে গিয়ে থাকার স্বপ্ন পূরণ করা এবার হাতের মুঠোয়। কি ভাবছেন! পকেটের কথা ? তাহলে আপনাকে জানিয়ে রাখি এই শহরে থাকতে গেলে আপনাকে কোও খরচ তো করতে হবেই না, উল্টে আপনার পকেট ভরবে টাকায়। নতুন দেশে গিয়ে থাকার ইচ্ছা সবারই থাকে তবে তা বেশিরভাগ সময় পূরণ হয় না টাকার অভাবে। পাকাপাকিভাবে সংসার পাতানোর জন্য দরকার প্রচুর অর্থের।

এবার সেই সমস্যাও সমাধান হয়ে যাবে। যদি বিদেশে থাকার বদলে আপনাকেই ভারতীয় মুদ্রায় ২৫ লক্ষ টাকা দেওয়া হয়, তাহলে কেমন হবে ? সেই অফার আশা করি কেউ উপেক্ষা করতে পারবে না। আসুন দেরি না করে জেনে নিই বিস্তারিতভাবে।

এই রকম সিদ্ধান্তই নিয়েছে ইতালির ছবির মত সুন্দর ছোট্ট শহর ক্যালাব্রিয়ার প্রশাসন। আপনাকে ক্যালাব্রিয়ায় গিয়ে থাকার জন্য সেখানকার প্রশাসন ২৮ হাজার ইউরো দেবে, অর্থাত্‍ যার ভারতীয় মূল্য হল প্রায় ২৫ লক্ষ টাকা। বহু মানুষ নানা সময় ইউরোপ ট্যুরে গেলে তালিকাতে অবশ্যই থাকে ইতালির বিভিন্ন শহর। আপনি চাইলে এখন থেকে সেইখানেই পাকাপাকি ঘর বাঁধতে পারেন খুব সহজে।

কোথায় অবস্থিত এই সুন্দর শহর?

ইতালির দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত ছোট্ট শহর ক্যালাব্রিয়া। এখানে মাত্র ৩,০০০ মানুষের বাস এবং শহরের জনসংখ্যা বৃদ্ধির করার জন্য বসতি স্থাপন করার আর্জি জানাচ্ছে এখানকার প্রশাসন। আর ঠিক এই কারণেই এমন সিদ্ধান্ত।

এত মোটা টাকা দেওয়ার পিছনে রয়েছে ছোট্ট একটা চমক। যেসব ব্যক্তি ক্যালাব্রিয়ায় বাড়ি কিনতে চান, তাদের বয়স ৪০ বছরের বেশি হওয়া যাবে না। তাকে অবশ্যই এখানে একটি ব্যবসা শুরু করতে হবে। যিনি ক্যালাব্রিয়ায় থাকার জন্য আবেদন করবেন, অনুমোদন করার ৯০ দিনের মধ্যে ক্যালাব্রিয়াতে চলে যেতে হবে। এই সব শর্ত মেনে নিলেই আপনার পকেটে ঢুকে যাবে ২৫ লক্ষ টাকা।

কেন দেশের প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে?

শহরের জনসংখ্যা বৃদ্ধি এবং অর্থনীতিকে মজবুত করার জন্যই এই উদ্যোগ নিয়েছে এখানকার প্রশাসন। এই শহরটির ৭৫ শতাংশেরও বেশি অঞ্চল জুড়ে মোট ৩২০ সম্প্রদায়ের মানুষ বাস করেন। তবে ২০২১ সালে যে পরিসংখ্যান হয়েছে তাতে এই অঞ্চলের জনসংখ্যা ৫,০০০-এরও কম। ক্যালাব্রিয়ার প্রসাশনের কাছে এই পরিস্থিতি খুবই চিন্তার। শহরের উন্নতির জন্য এই সিদ্ধান্ত।

ক্যালাব্রিয়াতেই যে শুধু এরকম নিয়ম তা নয়, ইতালির দক্ষিণ প্রান্তে অবস্থিত প্রেসিস শহরও একই নিয়ম চালু করেছে। এই শহরেও কেউ যদি তিন বছরের বেশি বাড়ি কিনে থাকেন তাহলে পেয়ে যাবেন ৩০,০০০ ইউরো। ভারতীয় মূল্য অনুযায়ী ২৭ লক্ষ টাকা। এই শহরেও থাকতে গেলে বিশেষ কিছু শর্ত পালন করতে হবে। ৪০ বছরের উর্ধ্বে কেউ বাড়ি কিনতে পারবেন না। পাশাপাশি যে বাড়িটি কিনবেন, তা ১৯৯১ সালের আগে তৈরি হওয়া চাই। এছাড়াও এখানের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য নতুন ব্যবসা শুরু করতে হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।