সংক্ষিপ্ত

ফের রিপাবলিকানের দখলে হোয়াইট হাউস! কমলা হ্যারিসকে হারিয়ে আমেরিকা ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন এবং তার আগের মেয়াদ শেষ হওয়ার মাত্র চার বছর পর  ফের হোয়াইট হাউসের দখল পেলেন ট্রাম্প। ১৮৯২ সালে গ্রোভার ক্লিভল্যান্ডের পর ট্রাম্পই হবেন প্রথম প্রেসিডেন্ট যিনি টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করবেন।

২০১৬ সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে পরাজিত করে 'মেক আমেরিকা গ্রেট এগেইন' কর্মসূচি ঘোষণা করেন ট্রাম্প। বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী চলাকালীন ২০২০ সালে তিনি রাষ্ট্রপতি বাইডেনের কাছে পুনরায় নির্বাচনে হেরে গিয়েছিলেন তবে প্রায় দুই বছরের প্রচারের পরে ২০২৪ সালে "মেক আমেরিকা গ্রেট ওয়ান্স এগেইন" প্রতিশ্রুতি দিয়ে হোয়াইট হাউস পুনরায় দাবি করেছিলেন। সুইং স্টেট নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও পেনসিলভানিয়ায় ইতোমধ্যেই জয় পেয়েছেন ট্রাম্প। আরও কয়েকটি রাজ্যে এগিয়ে রয়েছেন তিনি।

দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হলেন ট্রাম্প। এদিন জেতার পরে ভাষণে ট্রাম্প জানান, “ ফের মহান হবে আমেরিকা, ঔতিহাসিক জয়, আমাদের। ম্যাজিক ফিগার পার করেছে রিপাবলিকান। আমেরিকার মানুষকে ধন্যবাদ আমাকে জয়ী করার জন্য।”