সংক্ষিপ্ত
রিপোর্ট অনুযায়ী ওবামা বিশ্বাস করেন বাইডেনের বিজয়ের সম্ভাবনা অনেকটাই কমে গেছে। ৮১ বছর বয়সীকে তাঁর প্রার্থী পদের কার্যকারিতাকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে বলেও জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্টের পথের কাঁটা শুধুমাত্র প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নন। তাঁর পথের কাঁটা তাঁরই দলের প্রভাবশালী সদস্য তথা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওমাবাও। সম্প্রতি একটি মার্কিন সংবাদপত্রের রিপোর্ট হল বারাক ওবামা তাঁর ঘনিষ্টদের বলেছেন , তিনি চান না জো বাইডেন আবারও মার্কিন প্রেসিডেন্ট পদে লড়াই করুক। জো বাইডেনকে তার পুনর্নির্বাচনের বিড পুনর্বিবেচনা করতে হবে বলেও দাবি করেছেন।
ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী ওবামা বিশ্বাস করেন বাইডেনের বিজয়ের সম্ভাবনা অনেকটাই কমে গেছে। ৮১ বছর বয়সীকে তাঁর প্রার্থী পদের কার্যকারিতাকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে বলেও জানিয়েছেন। দেশের মানুষ বাইডেনকে নিয়ে কী চিন্তাভাবনা করছে তার ওপরেও অনেকটা নির্ভর করছেন বলেও জানিয়েছেন।
যদিও ওবামা ও বাইডেন একই দল, অর্থাৎ ডেমেক্রেটিক দলের প্রভাবশালী সদস্য। বারাক ওমাবা রাষ্ট্রপতি থাকার সময় উপরাষ্ট্রপতির দায়িত্ব ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত সামলেছেন জো বাইডেন। বাইডেন আর ওবামা ঘনিষ্ট বলেও একটা সময় মার্কিন সংবাদমাধ্যমে দাবি করা হত। কিন্তু সম্প্রতি ওবামাই বাইডেনের প্রার্থী পদ নিয়ে প্রশ্ন তুলে দিলেন।
রিপালিক্যান মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোলান্ড ট্রাম্পের ওপর প্রাণঘাতী হামলা হয়েছিল। তারপর থেকেই ট্রাম্পের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। পাল্লা দিয়ে কমছে বাইডেনের জনপ্রিয়তা। তারই মধ্যে ওবামা বাইডেন নিয়ে সতর্ক করেছে দলের সদস্যরে। যা বাইডেনের কাছে কাঁটা ফোটার মতই অবস্থা।
বর্তমানে বাইডেন কোভিড আক্রান্ত। নিজের সমুদ্র সৈকতের বাডডিতে বিচ্ছিন্ন রয়েছেন। তাংর বয়স আর ফিটনেস দুটোই প্রশ্নের মুখে পড়েছে। যদিও সেসব দূরে সরিয়ে বাইডেন জোর দিয়েই জানিয়েছেন, হোয়াইট হাউস দখলের লড়াইতে তিনি আছেন আর থাকবেনও। অত্যাধিক চাপের মধ্যেই বাইডেনের সঙ্গে বৈঠক করছেন ডেমোক্র্যাটিক সেনেটের সংখ্যা গরিষ্ট নেতা চাক শুমার ও হাইসের সংখ্যালঘু নেতা হামিক জেফ্রিস।