সংক্ষিপ্ত

বাঘ বনাম সিংহ, অথবা, চিতা বনাম কুমীরের লড়াইয়ের ভিডিও বহুবার দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু, মহিষ বনাম কুমীর, অর্থাৎ, দাঁতাল সরীসৃপের সঙ্গে নিরামিষাশী চারপেয়ের লড়াই এবার নজর কাড়ল নেটিজেনদের।

শক্তিশালী বনাম আরেক শক্তিধরের লড়াই সবসময়েই বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। কিন্তু, লড়াই যদি একেবারেই সমানে সমানে না হয়, তখন তা বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে ওঠে। তেমনই এক ঘটনার ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, জঙ্গলের ভেতরে একটি জলাশয়ে জল খেতে ব্যস্ত রয়েছে একদল মহিষ। সেখানেই শিকার ধরার জন্য ছুটে এসেছে একটি বিরাট আকারের কুমীর।

এরপর, জল খাওয়াতে ব্যস্ত থাকা একটি পূর্ণ বয়স্ক মহিষের মুখটি কামড়ে ধরে দাঁতাল সরীসৃপ। মহিষটি তাকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে থাকে। মহিষটি জলের দিক থেকে ক্রমাগত পিছু হটতে হটতে ডাঙার দিকে চলে যেতে থাকে। দীর্ঘক্ষণ ধরে মহিষে- কুমীরে টানাটানি চলতে থাকার পর অবশেষে কুমীরটি ক্ষান্ত হয় এবং পুনরায় তার নিজস্ব পরিসরে জলের দিকে পলায়ন করে।

 

View post on Instagram